যদি তোমার না পাই দেখা
    মনের মাঝে রঙিন সুতোয়,
স্বপ্ন বুনেছি।
আসবে তুমি তাই প্রতিদিন,
প্রহর গুনেছি।
দিনের পর দিন চলে যায়,
পাইনা তোমার খুজ।
তবুও প্রেমের ছন্দ লিখি,
রাতবিরেতে রোজ।
তোমার ছবি খুজে বেড়াই,
আসমানের ঐ নীলে।
দিকবিদিকে ছুটি যদি,
তোমার দেখা মিলে।
পথের পানে তাকিয়ে থাকে
আমার মন ও প্রাণ।
হঠাৎ যদি বাতাসে পাই,
তোমার চুলের ঘ্রাণ।
যদি তোমার না পাই দেখা,
কেমনে বাঁচি বলো।
ফোন করেতো বলতে পারো,
একটিবারও হ্যালো।
স্বপ্ন বুনেছি।
আসবে তুমি তাই প্রতিদিন,
প্রহর গুনেছি।
দিনের পর দিন চলে যায়,
পাইনা তোমার খুজ।
তবুও প্রেমের ছন্দ লিখি,
রাতবিরেতে রোজ।
তোমার ছবি খুজে বেড়াই,
আসমানের ঐ নীলে।
দিকবিদিকে ছুটি যদি,
তোমার দেখা মিলে।
পথের পানে তাকিয়ে থাকে
আমার মন ও প্রাণ।
হঠাৎ যদি বাতাসে পাই,
তোমার চুলের ঘ্রাণ।
যদি তোমার না পাই দেখা,
কেমনে বাঁচি বলো।
ফোন করেতো বলতে পারো,
একটিবারও হ্যালো।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
- 
        অমিতাভ স্বর্ণকার ২৪/০৭/২০২০খুব সুন্দর, শুভেচ্ছা জানাই।
 - 
        সাঃ মোঃ সাখাওয়াত হোসেন ২৩/০৭/২০২০ভিন্ন রুপের কবিতা
 - 
        স্বপন রোজারিও (মাইকেল) ২২/০৭/২০২০Beautiful.
 - 
        শ.ম.ওয়াহিদুজ্জামান ২২/০৭/২০২০অসাধারণ।
 - 
        ফয়জুল মহী ২২/০৭/২০২০অনন্যসাধারণ ভাবে অনুপম লেখা ।
 
