www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

তুমি আর আমি

তুমি থাকো আলিশান বাড়ীতে,
আর বুলেটপ্রুফ কালো গাড়ীতে।
মগ্ন তুমি সাউন্ড সিস্টেমে।
রেইন সার্কুলেশন শুনতে তুমি পাওনা !

ডেকোরেটেড বাসায় চ্যানেল দেখছো,
ন্যাশনাল জিওগ্রাফিতে আন্দোলিত ফরেস্ট,পশুপাখি ।
আর স্টার-তারায় ড্যান্স, চোখ জুড়ানো সব দৃশ্য !
কার, ম্যানশন আর আর্টিফিসিয়ালে ভুলে গেছো ন্যাচারালকে।

আমার কৃ্ষকেরা শোনে জারি, মাঝিরা গায় ভাটিয়ালী,
শ্রমিকেরা গায় সারি।
শোনে শ্রাবণের অফুরাণ বৃষ্টির ধারাপাত।
কী অপুর্ব!
দেখে চড়ুই, শালিক আর শোনে ঘুঘুর ডাক ।

আমি শিখি রাখালের কাছে, কৃ্ষকের থেকে।
দেখি দুরন্ত কিশোর-কিশোরি’র জলক্রীড়া।
শিখি পথ-শিশু থেকে।

আমি কিন্তু দ্বিতীয় পক্ষের সাথে !
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬৬৮ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ৩০/০৯/২০১৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • আর. এইচ. মামুন ৩০/০৯/২০১৩
    দারুন লিখেছেন
  • Înšigniã Āvî ৩০/০৯/২০১৩
    এটাই সমাজের বাস্তবতা...... অনেকটা আমাদের হাতের মত যার আঙুলগুলো কখনো সমান হয় না,

    খুব ভাল লাগলো আপনি দ্বিতীয় পক্ষের সাথে জেনে ।
  • সহিদুল হক ৩০/০৯/২০১৩
    মাটির কাছাকাছি থাকতেই পছন্দ কবির।
    • ধন্যবাদ কবি
 
Quantcast