সবার থেকেই দূরে
সুখের সু'দিন হারিয়ে গেছে দুঃখের
দিনের ভীড়ে.
ভালবাসার নৌকা ভিড়েছে বিষাদ
নদীর তীরে.
মনের সাথে যুদ্ধ করে.
কণ্ঠটিকে রুদ্ধ করে.
এই আমি আজ স্বজন
ছেড়ে রয়েছি অচিনপুরে.
সবার থেকেই দূরে আমি সবার থেকেই
দূরে।
সেই চোখ ঝলসানো মিথ্যে আলোয় কাউকে দেখিনি হায়.
ভেবেছি সবাই আমায় নিয়ে মমতার
গান গায়.
সে গান এতো বিষাক্ত ভাই.
যে কথাটি আগে বুঝিনাই.
এখন আমার বুক ভেঙে যায় সেই
গানেরই সুরে.
সবার থেকেই দূরে আমি সবার থেকেই
দূরে।
সবার মিথ্যে ভালবাসায়
হয়েছি আমি সুখী.
সবার দুঃখ
কাঁধে নিয়ে হয়েছি আবার দুঃখী.
সবার মুখে আনতে হাসি.
করেছি নিজের সর্বনাশী.
চাইছি সবাই স্বর্গবাসী হবে আমার
নূরে.
সবার থেকেই দূরে আমি সবার থেকেই
দূরে।
সবাই আমায়
মিথ্যে ভেবে মারছে বুকে লাথি.
এক আঘাতেই নিভে গেছে আমার
মনের বাতি.
একজন আমায় ভুল বুঝে হায়.
হারিয়ে গেছে কোন অজানায়.
তাকে আজি না খুঁজে পাই হৃদয়-
মাটি খুড়ে.
সবার থেকেই দূরে আমি সবার থেকেই
দূরে।
যারা আমার ভক্ত
ছিলো আজকে তারা কোথা'?
এইকি তবে স্বজনপ্রিয়
মিথ্যে প্রেমের প্রথা!!
স্বার্থে যখন টান পড়েছে.
মমতা ছেড়ে সব সরেছে.
ভালবাসার কবর গড়েছে আপন হৃদয়
জুড়ে.
সবার থেকেই দূরে আমি সবার থেকেই
দূরে।
যাদের আমি সবচেয়ে প্রিয়- কোথায়
আজি তারা?
নেই কেহ নেই
মিথ্যে সবে আমি যে স্বজনহারা.
পুরোনো সব স্মৃতি আঁকি.
কোথায় গেলো সুখের পাখি.
একলা বসে কাঁদতে থাকি বিষের
বাঁশির সুরে.
আজকে আমি বড় একা সবার থেকেই
দূরে।
দিনের ভীড়ে.
ভালবাসার নৌকা ভিড়েছে বিষাদ
নদীর তীরে.
মনের সাথে যুদ্ধ করে.
কণ্ঠটিকে রুদ্ধ করে.
এই আমি আজ স্বজন
ছেড়ে রয়েছি অচিনপুরে.
সবার থেকেই দূরে আমি সবার থেকেই
দূরে।
সেই চোখ ঝলসানো মিথ্যে আলোয় কাউকে দেখিনি হায়.
ভেবেছি সবাই আমায় নিয়ে মমতার
গান গায়.
সে গান এতো বিষাক্ত ভাই.
যে কথাটি আগে বুঝিনাই.
এখন আমার বুক ভেঙে যায় সেই
গানেরই সুরে.
সবার থেকেই দূরে আমি সবার থেকেই
দূরে।
সবার মিথ্যে ভালবাসায়
হয়েছি আমি সুখী.
সবার দুঃখ
কাঁধে নিয়ে হয়েছি আবার দুঃখী.
সবার মুখে আনতে হাসি.
করেছি নিজের সর্বনাশী.
চাইছি সবাই স্বর্গবাসী হবে আমার
নূরে.
সবার থেকেই দূরে আমি সবার থেকেই
দূরে।
সবাই আমায়
মিথ্যে ভেবে মারছে বুকে লাথি.
এক আঘাতেই নিভে গেছে আমার
মনের বাতি.
একজন আমায় ভুল বুঝে হায়.
হারিয়ে গেছে কোন অজানায়.
তাকে আজি না খুঁজে পাই হৃদয়-
মাটি খুড়ে.
সবার থেকেই দূরে আমি সবার থেকেই
দূরে।
যারা আমার ভক্ত
ছিলো আজকে তারা কোথা'?
এইকি তবে স্বজনপ্রিয়
মিথ্যে প্রেমের প্রথা!!
স্বার্থে যখন টান পড়েছে.
মমতা ছেড়ে সব সরেছে.
ভালবাসার কবর গড়েছে আপন হৃদয়
জুড়ে.
সবার থেকেই দূরে আমি সবার থেকেই
দূরে।
যাদের আমি সবচেয়ে প্রিয়- কোথায়
আজি তারা?
নেই কেহ নেই
মিথ্যে সবে আমি যে স্বজনহারা.
পুরোনো সব স্মৃতি আঁকি.
কোথায় গেলো সুখের পাখি.
একলা বসে কাঁদতে থাকি বিষের
বাঁশির সুরে.
আজকে আমি বড় একা সবার থেকেই
দূরে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
প্রনবেশ ২৩/১২/২০১৪কথামালা খুব সুন্দর লাগল কবি।
-
ইঞ্জিনিয়ার সজীব ইমাম ০২/১২/২০১৪কত ভালো হয়েছে বলতে শুধু একটা কথাই বলি আমার প্রিয়তে রেখে দিলাম।
-
অনিরুদ্ধ বুলবুল ০২/১২/২০১৪আজকে আমি বড়ই একা সবার থেকে দূরে...
ভাল লাগলো কবি।
শুভেচ্ছা নিন। -
কষ্টের ফেরিওলা ০২/১২/২০১৪ভালো হয়ছে
-
অ ০২/১২/২০১৪অভিমান ঝড়ে পরছে কবিতায় বেশ সুন্দরভাবে ।