ভিতহীন হৃদ
ভিতহীন হৃদ
আব্দুল কাদির মিয়া
===============
একটা কথা আর একটা চাওয়া
জীবনের গতি নিয়ে বহুদূর,
কোথাও হারিয়ে যায়-
একজীবন থেকে,
কোথাও লুকিয়ে পড়ে চিরতরে-
কেউ বলতে পারেনা কেন এমন হলো।
খুঁজে নাহি পায় কারো-
ভুলের কালো-
জীবন বাঁধনে এক ব্যার্থ সেতু।
ঐ ভিতহীন হৃদয়ের দুই রং-
সেতো এক নদীর দুই পানি,
বুকে মেশা সেও যানি-
গতি ও চলনে এক-
জনম জনম।
যেথা কেউ কারো নয় দূরে-
যত আঁকাবাঁকা ঘুড়ে,
খরা তাপা পোড়া একে অন্যের আপন।
তবু যেদিন বলে সে নদী-
জল তোর ঢেউয়ে কাঁদি,
থামনা উতলা এতো-
বুকে ব্যাথা পায়।
তবে নিশ্বের হাহা করে-
অসহায় সে ভেঙে পড়ে।
সাগর বুকেতে জল-
নিজেকে হারায়,
আসবে কি আর সেই-
ব্যাথিত নদীর বুকে,
ফিরে কভু গহীনের জল-
তেন যে মন মননে ভরা,
রঙে দুই ছোঁয়া ধরা,
গুমরে সে কাঁদে তাঁর-
চির সুখ বল।
একে অকূল অকূলে ভাসা-
তুঙ্গে তরঙ্গ ঠাসা,
সেথা মরলো কে শুকালো কি-
জ্বলবে কে জ্বল।
অনেক পুরোনো পরে-
খুঁজে আমি পাই আজ,
এই মোর জীবনের সন্ধ্যায়।
সোনায় পুড়েছে যারে-
যে হৃদ পুড়েছে তাঁরে,
শুধু ঐ দুয়েই এক রং-
সোনায় সোনায়।
আকাশে ফুটিলে সেতো-
নিশির তারা-
উদিত শশিতে এক ই-
চাঁদনি ঝরা।
মেঘে এক রঙ ঝরে বৃষ্টি-
জীবন জীবনে একই-
রং নেই দুই ফাঁকি,
যেন সোহাগি হৃদয়ে-
ওরা সৃষ্টি।
আব্দুল কাদির মিয়া
===============
একটা কথা আর একটা চাওয়া
জীবনের গতি নিয়ে বহুদূর,
কোথাও হারিয়ে যায়-
একজীবন থেকে,
কোথাও লুকিয়ে পড়ে চিরতরে-
কেউ বলতে পারেনা কেন এমন হলো।
খুঁজে নাহি পায় কারো-
ভুলের কালো-
জীবন বাঁধনে এক ব্যার্থ সেতু।
ঐ ভিতহীন হৃদয়ের দুই রং-
সেতো এক নদীর দুই পানি,
বুকে মেশা সেও যানি-
গতি ও চলনে এক-
জনম জনম।
যেথা কেউ কারো নয় দূরে-
যত আঁকাবাঁকা ঘুড়ে,
খরা তাপা পোড়া একে অন্যের আপন।
তবু যেদিন বলে সে নদী-
জল তোর ঢেউয়ে কাঁদি,
থামনা উতলা এতো-
বুকে ব্যাথা পায়।
তবে নিশ্বের হাহা করে-
অসহায় সে ভেঙে পড়ে।
সাগর বুকেতে জল-
নিজেকে হারায়,
আসবে কি আর সেই-
ব্যাথিত নদীর বুকে,
ফিরে কভু গহীনের জল-
তেন যে মন মননে ভরা,
রঙে দুই ছোঁয়া ধরা,
গুমরে সে কাঁদে তাঁর-
চির সুখ বল।
একে অকূল অকূলে ভাসা-
তুঙ্গে তরঙ্গ ঠাসা,
সেথা মরলো কে শুকালো কি-
জ্বলবে কে জ্বল।
অনেক পুরোনো পরে-
খুঁজে আমি পাই আজ,
এই মোর জীবনের সন্ধ্যায়।
সোনায় পুড়েছে যারে-
যে হৃদ পুড়েছে তাঁরে,
শুধু ঐ দুয়েই এক রং-
সোনায় সোনায়।
আকাশে ফুটিলে সেতো-
নিশির তারা-
উদিত শশিতে এক ই-
চাঁদনি ঝরা।
মেঘে এক রঙ ঝরে বৃষ্টি-
জীবন জীবনে একই-
রং নেই দুই ফাঁকি,
যেন সোহাগি হৃদয়ে-
ওরা সৃষ্টি।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ফয়জুল মহী ২৭/১০/২০২৫অনবদ্য ভাষায় চমৎকার কথামালায় অসাধারণ লিখেছেন প্রিয়
