ও ভাই কি বলে ওরা
ও ভাই কি বলে ওরা
আব্দুল কাদির মিয়া
===============
ও ভাই
কি বলে ওরা?
কেন!
বুঝো না কিছু?
বুঝিনা পুরা,
বুঝি অল্প থোরা।
হে ভাই,
আবার ওরা কে?
কি বলে ওরা?
হায় শুনতে লাগে কত ভালো,
মধুর কণ্ঠে বলে-
হাত নেড়ে নেড়ে গলা কাঁপিয়ে,
আসতে ওদের দলে।
থাম বেটা বোকা,
ওরা দেশ দল,
ন্যায় কথা বলে ওদের বাহু ভরা বল।
তবে ভিন্ন মতে চলে ওরা-
ভিন্ন তাঁদের কূল,
দেখিস না তাই গোল বেঁধে কি-
উড়ায় বাসের খোল।
পোড়ায় কত হাজারো বিজোড়-
কাঁপায় সারা দেশ,
মারে যে কত রাজ পথে তাঁর-
নেই হিসেবের শেষ।
হায় হায় ও ভাই,
একি সর্বনাশ,
বোন করিয়া কলঙ্কিনী-
মারলো কত ভাই,
যে ন্যায় ধরিয়া সরাতে পিশাচ-
আজো দেখি তাই।
কিহে ভাই-
নহে কি ওরা সেই রক্ত খেকো,
লুটতে মোদের মুক্তি?
যে উঠলো জিয়িয়ে ওত পাতাতে,
নইলে ঐ ন্যায়ের কি যুক্তি?
আমি চাইবো বিচার দেশের দ্বারে-
একাও যদি মৃত্যু লড়ে,
জ্বলবে কত মোদের সোনা-
মারবে কত প্রাণ।
বঙ্গবীরের বিজয় নিশান-
ওরা রাখিবে কিনা অম্লান?
আব্দুল কাদির মিয়া
===============
ও ভাই
কি বলে ওরা?
কেন!
বুঝো না কিছু?
বুঝিনা পুরা,
বুঝি অল্প থোরা।
হে ভাই,
আবার ওরা কে?
কি বলে ওরা?
হায় শুনতে লাগে কত ভালো,
মধুর কণ্ঠে বলে-
হাত নেড়ে নেড়ে গলা কাঁপিয়ে,
আসতে ওদের দলে।
থাম বেটা বোকা,
ওরা দেশ দল,
ন্যায় কথা বলে ওদের বাহু ভরা বল।
তবে ভিন্ন মতে চলে ওরা-
ভিন্ন তাঁদের কূল,
দেখিস না তাই গোল বেঁধে কি-
উড়ায় বাসের খোল।
পোড়ায় কত হাজারো বিজোড়-
কাঁপায় সারা দেশ,
মারে যে কত রাজ পথে তাঁর-
নেই হিসেবের শেষ।
হায় হায় ও ভাই,
একি সর্বনাশ,
বোন করিয়া কলঙ্কিনী-
মারলো কত ভাই,
যে ন্যায় ধরিয়া সরাতে পিশাচ-
আজো দেখি তাই।
কিহে ভাই-
নহে কি ওরা সেই রক্ত খেকো,
লুটতে মোদের মুক্তি?
যে উঠলো জিয়িয়ে ওত পাতাতে,
নইলে ঐ ন্যায়ের কি যুক্তি?
আমি চাইবো বিচার দেশের দ্বারে-
একাও যদি মৃত্যু লড়ে,
জ্বলবে কত মোদের সোনা-
মারবে কত প্রাণ।
বঙ্গবীরের বিজয় নিশান-
ওরা রাখিবে কিনা অম্লান?
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ফয়জুল্লাহসাকি ১১/০৫/২০২৫বঙ্গবীর! অনেকেই হতে চেয়েছে। আপনিও চেষ্টা চালিয়ে যান।
-
ফয়জুল মহী ০৭/০৫/২০২৫অসাধারণ উপস্থাপনা কবি
-
আবুল বাশার শেখ ০৭/০৫/২০২৫লেখায় ভিন্নতা আছে, ভালো লাগলো।