বাণী- ৯ ও ১০
    বাণী-৯ ও ১০
আব্দুল কাদির মিয়া
===========
বাণীঃ- ৯
======
মিথ্যের গর্ব করোনা কভু-
নিজকে সে ক্ষত ক্ষত খর্ব।
যে মিথ্যে বিনাশ করে মানের,
আজ নাহয় শেষ পর্ব।
বাণীঃ-১০
======
আমার স্বপনের কেয়া তুমি-
কদমের ডালে,
শুধু নিশিতে ফুটিও ওগো,
আমারই হলে।
আব্দুল কাদির মিয়া
===========
বাণীঃ- ৯
======
মিথ্যের গর্ব করোনা কভু-
নিজকে সে ক্ষত ক্ষত খর্ব।
যে মিথ্যে বিনাশ করে মানের,
আজ নাহয় শেষ পর্ব।
বাণীঃ-১০
======
আমার স্বপনের কেয়া তুমি-
কদমের ডালে,
শুধু নিশিতে ফুটিও ওগো,
আমারই হলে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
- 
        ফয়জুল মহী ০৭/১০/২০২২সুন্দর প্রকাশ।
 - 
        বোরহানুল ইসলাম লিটন ০৬/১০/২০২২বেশ অনুভবী উচ্চারণ!
 
