www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

জীবন এক টুকরা ফসলি জমিন

সম্পর্কের ক্ষেত্রে অভাব, অপূর্ণতা, অপেক্ষা সবই সহ্য করা যায় অবহেলা, মিথ্যা আর অযত্ন সবচেয়ে গভীর সম্পর্কও ধীরে ধীরে মরে যায়, আর তখনই শেখা হয় মানুষকে । অন্যকে চিনতে হলে তার কথায় নয়, তার যত্নে, তার সম্মান ও তার পাশে থাকার শক্তি এবং ইচ্ছাতেই চোখ রাখতে হয়।

যৌথ পরিবারে বাস করতে হলে কথার প্রভাব থাকে অকাট্য সত্য হয়ে। মনে হয় কথা একটা অদ্ভুত শব্দ, কথাতেই টান, কথাতেই যত্ন, কথাতেই মায়া, কথাতেই সম্মান, কথাতেই ভালো লাগা, কথাতেই ভালোবাসা, কথা দিয়েই কোনো সম্পর্কের সূচনা আবার সেই কথা দিয়েই কোনো সম্পর্কের বিচ্ছেদ।

রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন
তুমি ঘরের মধ্যে যতো ইচ্ছে কাঁদো, দরজা খোলার সময় হাসি মুখে খুলবে, কারণ কেউ যদি তোমাকে দেখে তুমি ভেঙ্গে পড়েছো তাহলে সে তোমাকে আরও ভেঙ্গে দিয়ে যাবে।

তুমি আমাকে গল্প উপন্যাসের উপমা দিয়ে সুন্দর করে বুঝিয়েছো মজিদ। তোমার মনে রাখা উচিত আমি একজন স্ত্রী , একজন মা। তবে সব কিছুর আগে একজ মানুষ তাই একশত ভাগ নিখুঁত নই। এই কারণে কখনো রেগে যাই, আবার কখনো অধৈর্য হয়ে যাই
তবুও দিনশেষে আমার মত আমার স্বামী সন্তানকে তোমার পরিবাবারের কেউ ভালোবাসবে না।
আর এটাই চিরন্তন সত্য।

শোন হোসনা বেগম, তুমি ঘরে আমার আপনজনের সাথে মানসিক লড়াই করো ভালো থাকতে আর আমি বিদেশে লড়াই করছি জীবন জীবিকার তাগিদে পুরো পরিবার ভালো রাখতে। এই লড়াইতে সন্তান বউ শেষ অবধি সাথে থাকে বিজয় করতে কিন্তু অন্যরা সুযোগ খোঁজে পরাজিত করতে।

গল্পঃ প্রবাস (১১)
বিষয়শ্রেণী: গল্প
ব্লগটি ১৭৯১ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৩/১১/২০২৫

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • খুব সুন্দর লিখেছেন
 
Quantcast