www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

ভাবিয়া করিও কাজ করিয়া ভাবি ও না

বিএনপি টেম্পু, বাস, লঞ্চ স্ট্যান্ড দখল করেছে, জামায়াত দখল করেছে বিশ্ববিদ্যালয় ও সচিবালয়। জয় তো হবেই। তারা জানে কিভাবে ভোট ইঞ্জিনিয়ারিং করে ভোটে জিততে হয়। আপনি লক্ষ্য করলে দেখবেন ডাকসু নির্বাচনে শিবিরের কেন্দ্র থেকে কাউকে দেখা যায়নি প্রচারণায়, তার মানে তারা শতভাগ নিশ্চিত ছিলো তারা এখানে বিজয় করবে যে কোনো মূল্যে। ছাত্রদল হেরেছে বুদ্ধির কাছে। কৃত্রিম বুদ্ধির এই যুগে মাথামোটা বুদ্ধি আর চলবে না।


এক সাংবাদিক বললো ১৫কোটি টাকা নাকি তারা এই ডাকসু তে খরচ করেছে। পুরো ব্যাংক সেক্টর ওদের দখলে। বিএনপির ভাইয়েরা যদি না বুঝে দুঃখ বারো মাস থাকবে সামনে। আমার গ্রামের বিএনপি নেতাও নাকি চাঁদাবাজিতে লাখপতি তাহলে শহরে কী ভয়ানক অবস্থা তারা করছে। শিবিরের প্রতিটি কর্মী পড়াশোনায় মনোযোগী। হাসিনার পতনের পর শক্ত প্রচার মাধ্যম গড়ে তুলেছে প্রতিটি সামাজিক মাধ্যমে। সাহিত্য চর্চা করেছে, সৃজনশীল কাজ করেছে, মানবিক কাজ প্রচার করেছে বেশী। অন্যদলের আকাম কুকাম আরো বেশী রং লাগিয়ে বেনামে এত প্রচার করেছে যে অনেক বিএনপি সমর্থক পরিবারও বিশ্বাস করে এখন গালি দেয় বিএনপিকে।

ছাত্রদল ইয়াবা আর ফেনসিডেল খেয়ে গ্রুপিং-এ ব্যস্ত। তবে জামায়াত যদি ক্ষমতায় আসতে পারে ১৬ বছর যে লাথি বিএনপি খেয়েছে তার চৌদ্দগুণ বেশী খাবে। নব্বই দশকে যেভাবে হাত-পা আর জিব্বা কেটেছে এইভাবে বিএনপির চোখ তুলে ফেলবে এবং জিব্বা কেটে দিবে এইবার। এখনো সময় আছে দেশের তরুণেরা কী চায় সেই রাজনীতি করুণ। ভারত আমার চিরকালের শত্রু (কোনো প্রশ্ন ছাড়াই)। বাংলাদেশ আমার, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বও আমার।

চেতনার ধান্দাবাজি চলবে না। বিএনপি মনে করেছে ক্ষমতায় আমরাই এবং আগামীতেও আমরা আসবো। ডাকসু হতে শিক্ষা নিয়ে প্রতিটি গ্রাম মহল্লা পাড়া ছোট শহর বড় শহর সবখানে বার্তা পাঠানো উচিত অন্যায়কারিকে তোমার জন্য বিএনপি নয়। তুমি ডাস্টবিনের ময়লা তোমার জায়গা জেলখানায়।
আরেকটা কথা আওয়ামী লীগ জামায়াতকে ভোট দিয়েছে এবং দিবে কারণ তারা বলবে বিশ্বকে দেখো বাংলাদেশে কট্টর ইসলামপন্থি দল ক্ষমতায় তারা জঙ্গী

https://l.facebook.com/l.php?u=https%3A%2F%2Fmzamin.com%2Fnews.php%3Fnews%3D179419&h=AT2t1UAMK2exIBJsvUXJpz-K71apLoqJP-jLNYmM7wzxJsjRJy6foD64wKLJk-QBSxKnZsto-6tIn3mkQAXM6mXKOL5ZUKAQvunZRldBOWK3GmSP84XWvnQ8evwcmE14gCwGqK3TUa6tR6M&s=1
বিষয়শ্রেণী: সমসাময়িক
ব্লগটি ২৪৩৯ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১১/০৯/২০২৫

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast