ভালোবাসা ডটকম
আমার একটা চুমা পাওনা তোমার কাছে
ডাক বাংলার সেই ছোট্ট বাসায় তোমার আমার বসবাস,জানালার পাশে সজনি গাছ
হলুদ পাখি দেখতেই তুমি সটকে গেলে।
সেটা তবে নব্বই দশকের পুরাতন কথা
সীথি বরাবর কপালের কাঁটা দাগ
খোঁজ আমার অনন্তকাল ।
অপেক্ষা আর অপেক্ষা বয়স তো শেষ
পুরুষ আমি তাই প্রেমিক হয়েছি
পুরুষত্বহীন ধর্ষক নয়।
গন্ধরাজ আজ শুকনো গন্ধহীন
চারিদিকে রব হ্যাং দা রেপিস্ট
সত্যিই পুরুষ বহুরূপী নরকের কীট ।
সংসারনীতি সমাজনীতি এবং রাজনীতি
সব নীতি দিয়ে শিকল দিয়েছি তোমার চরণে
তারপরও জন্মেই আমাকে তুমি হত্যা করোনি
ধন্যবাদ ভালোবাসা ডটকম হে রমণী ।
ডাক বাংলার সেই ছোট্ট বাসায় তোমার আমার বসবাস,জানালার পাশে সজনি গাছ
হলুদ পাখি দেখতেই তুমি সটকে গেলে।
সেটা তবে নব্বই দশকের পুরাতন কথা
সীথি বরাবর কপালের কাঁটা দাগ
খোঁজ আমার অনন্তকাল ।
অপেক্ষা আর অপেক্ষা বয়স তো শেষ
পুরুষ আমি তাই প্রেমিক হয়েছি
পুরুষত্বহীন ধর্ষক নয়।
গন্ধরাজ আজ শুকনো গন্ধহীন
চারিদিকে রব হ্যাং দা রেপিস্ট
সত্যিই পুরুষ বহুরূপী নরকের কীট ।
সংসারনীতি সমাজনীতি এবং রাজনীতি
সব নীতি দিয়ে শিকল দিয়েছি তোমার চরণে
তারপরও জন্মেই আমাকে তুমি হত্যা করোনি
ধন্যবাদ ভালোবাসা ডটকম হে রমণী ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শ.ম. শহীদ ২২/০৪/২০২৫
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ১৮/০৩/২০২৫সুন্দর
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ১৬/০৩/২০২৫নাইস
খুব ভালো লেগেছে। অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাই।