জন্মিলেই মরিতে হবে
    জন্মিলেই মরিতে হবে
যতই থাকুক টাকা পয়সা
যাবে না তার এক কণা
যতই করো বাহদুরি
চলবে না তার এ কণি
দম ফুরাইলে ভাই-রে !
যতই তোমার অঙ্গ স্বাদ
ভঙ্গ হবে মনের শ্বাস
যতই তোমার সুখের রথ
ভঙ্গ হবে চলার পথ
দম ফুরাইলে ভাই-রে !
এই দুনিয়ার তরুলতা
যায় ঝড়ে যাবে পাতা
এই দুনিয়ার পোষা পাখি
সুযোগ পেলে যায়রে চলি
জীবন তেমন যাবে চলে
একা ঘরে রবো শুয়ে
দম ফুরাইলে ভাই-রে !
দিন দুনিয়ায় সঙ্গী সবাই
কবর সঙ্গী কেউ হবে না
সঙ্গী হবে কতটুকু ইমান নিয়ে
মরনকে করেছি স্মরণ
দম ফুরাইলে ভাই-রে !
যতই থাকুক টাকা পয়সা
যাবে না তার এক কণা
যতই করো বাহদুরি
চলবে না তার এ কণি
দম ফুরাইলে ভাই-রে !
যতই তোমার অঙ্গ স্বাদ
ভঙ্গ হবে মনের শ্বাস
যতই তোমার সুখের রথ
ভঙ্গ হবে চলার পথ
দম ফুরাইলে ভাই-রে !
এই দুনিয়ার তরুলতা
যায় ঝড়ে যাবে পাতা
এই দুনিয়ার পোষা পাখি
সুযোগ পেলে যায়রে চলি
জীবন তেমন যাবে চলে
একা ঘরে রবো শুয়ে
দম ফুরাইলে ভাই-রে !
দিন দুনিয়ায় সঙ্গী সবাই
কবর সঙ্গী কেউ হবে না
সঙ্গী হবে কতটুকু ইমান নিয়ে
মরনকে করেছি স্মরণ
দম ফুরাইলে ভাই-রে !
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
- 
        রক্তিম ২৯/১১/২০১৪যখন জন্ম মৃত্যু তা স্থির । তবে কিছুতো করতে হবে যেটা কিনা বলবে ফুল ঝরে গেছে রয়ে গেছে তার সুবাস । বেশ লাগল ভালো থাকবেন ।
 - 
        কৌশিক আজাদ প্রণয় ২৭/১১/২০১৪কবিতাটি আধ্যাত্মিকতার পাশাপাশি অনেকটা চৈতন্য উদয়েরও আবাহনী ডাক। ভালো লাগলো।
 - 
        ইঞ্জিনিয়ার সজীব ইমাম ২৭/১১/২০১৪অনেকটা গীতি কবিতা ভালো...........................
 - 
        সামসুল আলম দোয়েল ২৬/১১/২০১৪সুন্দর।
 - 
        দীপঙ্কর বেরা ২৬/১১/২০১৪সবাই তা ভুলে যায়
খুব সুন্দর 
