পালকি
    তুমি বধু সেজে পরের ঘরে
গেলে চলে আমায় ছেড়ে,
যেন একটা দুঃখের বোঝা
বলিবার নাই কোন ভাষা,
ভাবছি ও তাই কি কারণ ?
চার বেয়ারার কাঁধে
পালকি উঠবার আগে
হয়নি আমার মরণ ,
ও বিধিরে-------
সেই মুহূর্তে দু'চোখ তোমার
আমায় কিগো দেখে নিরে ।
তোমার আমার প্রেমের স্মৃতি
কোন কারনে গঙ্গা নদী,
সাধের ময়না কোন সে কথায়
ভুল বুঝে দিলে ব্যথায়,
এই যদিগো তবে------
চার বেহারার কাঁধে
পালকি উঠবার আগে
হয়নি আমার মরণ ।
উঠতে যদি মরে গিয়ে
আমার কাঁধে লাশ হয়ে,
তাইতো বোধ হয় ছিলো ভালো
দেখতে হতো না আলো,
ফুল শয্যার ঘরে,
ও বিধিরে--------
চার বেয়ারার কাঁধে
পালকি উঠবার আগে
হয়নি আমার মরণ ।
গেলে চলে আমায় ছেড়ে,
যেন একটা দুঃখের বোঝা
বলিবার নাই কোন ভাষা,
ভাবছি ও তাই কি কারণ ?
চার বেয়ারার কাঁধে
পালকি উঠবার আগে
হয়নি আমার মরণ ,
ও বিধিরে-------
সেই মুহূর্তে দু'চোখ তোমার
আমায় কিগো দেখে নিরে ।
তোমার আমার প্রেমের স্মৃতি
কোন কারনে গঙ্গা নদী,
সাধের ময়না কোন সে কথায়
ভুল বুঝে দিলে ব্যথায়,
এই যদিগো তবে------
চার বেহারার কাঁধে
পালকি উঠবার আগে
হয়নি আমার মরণ ।
উঠতে যদি মরে গিয়ে
আমার কাঁধে লাশ হয়ে,
তাইতো বোধ হয় ছিলো ভালো
দেখতে হতো না আলো,
ফুল শয্যার ঘরে,
ও বিধিরে--------
চার বেয়ারার কাঁধে
পালকি উঠবার আগে
হয়নি আমার মরণ ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
- 
        ইঞ্জিনিয়ার সজীব ইমাম ২৩/১১/২০১৪এতটা ইমোশনাল হবেন না। একটা কথাই বলবো "দুঃখা পাওয়া মানেই জানিস কোনো নতুন সুখের শুরু।". ভালাে থাকবেন............
 - 
        কষ্টের ফেরিওলা ২১/১১/২০১৪ঠিক আমার মত
 - 
        ... ১৯/১১/২০১৪পালকী নিয়ে সুন্দর কবিতা।
 - 
        জসীম উদ্দীন মুহম্মদ ১৯/১১/২০১৪ভাল লাগা রইল লেখার জন্য ।
 - 
        অনিরুদ্ধ বুলবুল ১৯/১১/২০১৪কবিতা পড়লাম। বিষয়বস্তু ভাল তবে বিন্যাসে আরো নজর দিতে হবে। এছাড়া পোস্ট করার আগে বারবার পড়ে দেখবেন।
ঠিক করে দিন: ছেড়ে/বোঝা/(নিরে)নিবে/গঙা বা গঙ্গা/শয্যার
শুভ সন্ধ্যা কবি। 
