দুঃখের বাগান করিনিতো চাষ
    আমিতো  দুঃখের বাগান করিনিতো চাষ
তবে কেন আমার মনের বাগান
দুঃখ ভোমড়ের বাস,
ও বিরহ তুমি বলো
ভালবাসায় কেন এতো ?
চোখের জলে গ্রাস ।
শান্তির লুকোচুরির যেখানে নয় থাকা
সেখানে অশান্তির আগুন,পুরে হৃদয় ফাঁকা,
দিন নেই রাত নেই কবু
যন্ত্রনার কাঁদন
এরই নাম কি অবশেষে ?
বিরহ শ্রাবণ ।
কোন কিছু হঠাৎ করে যায় না ভাবতে পারা
স্মৃতিগুলো এমন নীতির ,কােঠায় করে তারা,
বিশ্বাস ভাঙ্গে কবু আশা ভাঙ্গে
ভাঙ্গেরে স্বপন
এরই নাম কি অবশেষে ?
বিরহ ভুবন ।
তবে কেন আমার মনের বাগান
দুঃখ ভোমড়ের বাস,
ও বিরহ তুমি বলো
ভালবাসায় কেন এতো ?
চোখের জলে গ্রাস ।
শান্তির লুকোচুরির যেখানে নয় থাকা
সেখানে অশান্তির আগুন,পুরে হৃদয় ফাঁকা,
দিন নেই রাত নেই কবু
যন্ত্রনার কাঁদন
এরই নাম কি অবশেষে ?
বিরহ শ্রাবণ ।
কোন কিছু হঠাৎ করে যায় না ভাবতে পারা
স্মৃতিগুলো এমন নীতির ,কােঠায় করে তারা,
বিশ্বাস ভাঙ্গে কবু আশা ভাঙ্গে
ভাঙ্গেরে স্বপন
এরই নাম কি অবশেষে ?
বিরহ ভুবন ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
- 
        জাফর পাঠান ০২/১২/২০১৪অনুভূতির নিগূঢ় প্রকাশ, ছন্দের প্রয়োগ ও ছত্র বিন্যাসে কবিতাটি বেশ ভালো লাগলো ।
 - 
        ইঞ্জিনিয়ার সজীব ইমাম ২৫/১১/২০১৪আপনার লেখা সাজানাের স্টাইলটা দারুন। ভালো লাগলো...............
 - 
        আলোকিত অন্ধকার ২৪/১১/২০১৪গঠনটা নতুন...।।
 - 
        রক্তিম ২৪/১১/২০১৪শব্দটা কবু নাকি তবু নাকি কভু । তবে ভাবনা ভালো । ভালো থাকবেন.
 
