www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

ভাবনার অন্তরা

তুমি কি আমায় মনে করো
মনে করে করে স্মৃতির জোয়ারে ভাসো ?
               তুমি কি সত্যি আমায় ভালবাস
               যা সত্যতা মরণের পরও অমর হবে ?
তুমি কি আমার স্পর্শ অনুভব করো
যে স্পর্শ তোমাকে আমায় পেতে চায় ?
        আমার জন্যে কি তুমি দুনিয়া ত্যাগ করতে পারো
                       যে ত্যাগের মহিমা সম্রাট শাজাহানের
                                  তাজমহলের চেয়েও অতি গুণে
                                           অতি ভালবাসায় উত্তম ?
তুমি কি এমন কিছু ভাব যা
আমাকে ছাড়া বাঁচবে না ?
             তুমি কি এমন দৃষ্টান্ত হতে পারো
             আমি তোমাকে ছাড়া বাঁচবো না ?
তুমি কি এমন প্রদ্বীপ জ্বেলে আছো
               প্রদ্বীপের নীচে ছায়া পড়বে
                           কিন্তু তুমি পিছুপা হবে না ?
তুমি কি এমন সুখ হাতে নিয়ে বসে আছো ?
                      যে সুখে দুঃখ আসলেও
                         চােখের জলে একান্ত নদী হলে
                                    একা গন্তব্য খুঁজবে না
                                                 কেবল আমাকে
                                                           ভাসিয়ে ।
তুমি কি এমন ভালবাসা নিয়ে আছো ?
               যে ভালবাসা পাওয়ার অধিকারে শুধু আমি
                                         আর কেবল আমারই তুমি ।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৫১৮ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৭/১১/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • অনিরুদ্ধ বুলবুল ১৯/১১/২০১৪
    কল্পনার জোয়ারে ভাসা দয়িতের মনে নানান ভাবনা, নানান প্রশ্ন - প্রিয়া তাকে কি ভাবে ভালবাসবে, কিভাবে তুষ্ট করবে? কল্পনার রঙিন চোখে তার ছবি আঁকা হয়েছে।

    ছন্দের দিকে খেয়াল রেখে কবিতায় শব্দ প্রয়োগ করা ভাল। তাতে পাঠক আনন্দের সাথে পড়তে পারেন, মজা পান।
    টাইপের কারণে দু'একটি বানান ভুল - ঠিক করে নিন:
    জোয়ার, মরণের, ছাড়া, পড়বে, পিছপা....

    পোস্ট দেয়ার আগে লেখাটি বারবার পড়ে যতটা সম্ভব দেখে নিবেন।

    ধন্যবাদ ও শুভেচ্ছা -
  • এত জিজ্ঞাসা কেন ? উত্তর তো চাইলেই নিজেই নিজের কাছে পেতে পারেন...............
    • অনিরুদ্ধ বুলবুল ১৯/১১/২০১৪
      আবেগপ্রবন কবির মনে কত হাজারো জিজ্ঞাসাই না থাকে কবি! কবি কত কি নিয়িই তো ভাবেন, কত কি প্রশ্ন করেন - এটাই তো কবির খেয়াল। কবির কাজ।
 
Quantcast