www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

তোমাদের পতন হবেই

তোমাদের পতন হবেই
সাইয়িদ রফিকুল হক

প্রকাশ্য দিবালোকে বুকফুলিয়ে
তোমরা এখন মিথ্যা বলছো!
আবার তাও অলংকার-সমৃদ্ধ।
তোমরা জানো, মিথ্যার কোনো ধর্ম নাই
পৃথিবীতে মিথ্যার কোনো ভবিষ্যৎ নাই
তবুও তোমরা কেউই মিথ্যা ছাড়োনি।
কারণ, মিথ্যা তোমাদের বেঁচে থাকার
একমাত্র অবলম্বন আর প্রধান হাতিয়ার।

তোমাদের দেহমনজুড়ে কোথাও কোনো
জায়গা আজ আর অবশিষ্ট নেই―
সবখানে বাসা বেঁধেছে ওই আদিম মিথ্যা
তোমরা বেশ্যাদের মতো সমাজে-রাষ্ট্রে
নিজেদের ব্যবসা চালানোর জন্য
অবিরাম গেয়ে যাচ্ছো তৃষ্ণা মিটানোর গান!
তবুও তোমাদের তৃষ্ণা মিটে না কখনো,
তোমরা প্রতিদিন আরও বেশি মিথ্যাবাদী হচ্ছো
আরও বেশি ভয়ানক সমাজবিরোধী বেশ্যা হচ্ছো
তোমরা প্রতিদিন আরও বেশি মাতাল হচ্ছো।

নিজেদের মিথ্যা-ব্যবসা টিকাতে
স্বঘোষিত লাইসেন্স হাতিয়ে নিয়েছো।
তবুও তোমাদের পতন হবে একদিন
একদিন তোমাদের পতন হবেই হবে।
দুনিয়াতে মিথ্যাবাদী আর বেশ্যারা
চিরদিন এভাবে বেঁচে থাকতে পারে না
তোমাদের এই সাময়িক সুখ-ভোগের পরে
এই দুনিয়া মানুষের কাছে আসবে আবার ফিরে,
ততদিন তোমরা মিথ্যাবাদী আর বেশ্যারা
মিলেমিশে রোজ চষে বেড়াও একেবারে উলঙ্গ হয়ে।


সাইয়িদ রফিকুল হক
১৮/০৬/২০২২
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৩০৮ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৮/০৬/২০২২

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast