www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

মদনগুলো—২

মদনগুলো—২
সাইয়িদ রফিকুল হক

মদনগুলো ব্যস্ত এখন ফালতু কাজে,
তাইতো এরা ডুবে আছে টক-শো-মাঝে!
এদের নিজের নাই যে কোনো চরিত্র,
বড়মুখে ফাসাদ করে এরাই দেখি নিত্য!

মানুষজনের ভালো দেখে সইতে এরা পারে না,
মিথ্যাকথা গোপন করে সত্য এরা বলতে পারে না।
এদের মনে যখন যা আসে তাই বলে দেয় গর্বে,
ভাবখানা যে এমনতর—এসব বলে যাবে এরা স্বর্গে!

বাংলাদেশে নিত্যনতুন হরেকরকম আছে কত মদন,
বুদ্ধি-বিবেক ব্যবহারেও কখনো যে হয় না এরা শোধন।
দেখতে এরা মানুষ হলেও ভিতরটা যে খুব পশুত্বে ভরা,
গাছবাঁদরের স্বভাব দিয়ে সবসময়ে জীবন এদের গড়া।

মদনগুলো ব্যস্ত এখন নিজের লাভের হিসাব কষতে,
তাইতে দেখি মগ্ন এরা পয়সাওয়ালার পা চুষতে।
নিজের লাভে দেশক্ষতিতে পায় না এরা ভয়,
হাতে নগদ টাকা পেলে এদের পেটে সবই সয়।


সাইয়িদ রফিকুল হক
০৩/০৮/২০২০
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ২৮৯ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৩/০৮/২০২০

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast