www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

বেঈমানী তোর রক্তে

বেঈমানী তোর রক্তে
সাইয়িদ রফিকুল হক

বেঈমানী তোর রক্তে ছিল
তাইতে দিলি ডিগবাজি,
মানুষখুনের পরেও যে তুই
মস্তবড় হাজী!
কলিযুগে ঘটছে কত
অবাক করা কাণ্ড,
আজকে দেখি শয়তানীতে
ভরছে সবার ভাণ্ড!
মানুষ আছে পোশাকপরা
কিন্তু অনেক বেঈমান,
হাজার খুঁজেও পাই না এখন
একটা ভালো ইনসান।
মানুষগুলোর হচ্ছে কী যে!
নাই যে কারও ভাবনা,
পরের বুকে ছুরি মেরে
স্বার্থ শুধু আপনা!
বেঈমানী তোর রক্তে ছিল
তাইতে হইলি অসুর,
অন্ধকারে ঢাকা মনে
যায় না দেখা নুর।
ভালোমানুষ হয় না বেঈমান
হয় যে তারা ফেরেশতা,
এই জামানার পাপীগুলোর
করতে হবে শায়েস্তা।


সাইয়িদ রফিকুল হক
২৯/০৫/২০২০
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৩৫০ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৯/০৫/২০২০

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast