www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

একটি মুখ



একটি মুখ
সাইয়িদ রফিকুল হক

কত যত্নে দেখেছিলাম একটি মুখ,
হাসিভরা সেই মুখটি তবু দেয়নি সুখ!
আর মুখটাকে মনে হতো পূর্ণিমার চাঁদ,
ভেবেছিলাম এইবার মিটবে মনের সাধ!
ওই আকাশের চাঁদটাকে তাই
মনে হতো একেবারে ফালতু জিনিস,
হৃদয় আমার বলতো তবু মাঝে-মাঝে
এই মুখটাকে তুই কতটা চিনিস?
হৃদয়বাণী চিরতরে ভুলে গিয়ে
দেখতাম শুধু সেই মুখ,
সাথে ভাবতাম: এমন সুন্দর চাঁদমুখটি
আমায় দিবে কত সুখ!
একবছরে ওই চাঁদমুখের শ্যেন-আঁচড়ে
ভেঙে গেল একনিমিষে আমার বুক!

ভালোবাসা হয় নাকো মনের মতো,
এই হৃদয়ে তাই জমেছে ব্যথা কত!

সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
২১/১২/২০১৬
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৫২৩ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২১/১২/২০১৬

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • শমসের শেখ ২৩/১২/২০১৬
    যথাযথ ভালো লিখেছেন ।
  • সাবিরা শাওন ২২/১২/২০১৬
    ভালোবাসা হয় নাকো মনের মতো,
    এই হৃদয়ে তাই জমেছে ব্যাথা কত!...।
    সত্য কথার সুন্দর দুটি লাই...।
  • ছবির মুখটিই কি সেই মুখ?
  • সোলাইমান ২২/১২/২০১৬
    প্রতিটা স্তবকই অসাধারন ! ভালোলাগার মুগ্ধতা রেখে গেলাম !!
    প্রিয় কবির জন্য এক রাশ রক্তিম শুভেচ্ছা ও গভীর ভালোবাসা রেখে গেলাম ।
    ভালো থাকুন !!
  • ইন্তিখাব আলম ২২/১২/২০১৬
    sundr permer kobita.
  • আব্দুল হক ২১/১২/২০১৬
    আহ ভাই দঃখ করবেননা।
 
Quantcast