সন্ধ্যা এলো নেমে
ও ভোর; তুমি ভোর নাকি সন্ধ্যা
তুমি এক চিলতে ধূপছায়ার মতো
মিলিয়ে যাও প্রান্তরে, ঘাসে ফুলে;
মানুষের উদার বিদারী হেটে চলা
ডায়েট কন্ট্রোল, কর্মমুখী শ্রমিকদের
ইতিহাস রচন, তোমাতেই মিলেমিশে
ভিজে রয় মাটির কোমল হৃদয়
তবুও তোমাকে ভোর মনে হয়না কখনো
মনে হয় এই বুঝি সন্ধ্যা এলো নেমে।
তুমি এক চিলতে ধূপছায়ার মতো
মিলিয়ে যাও প্রান্তরে, ঘাসে ফুলে;
মানুষের উদার বিদারী হেটে চলা
ডায়েট কন্ট্রোল, কর্মমুখী শ্রমিকদের
ইতিহাস রচন, তোমাতেই মিলেমিশে
ভিজে রয় মাটির কোমল হৃদয়
তবুও তোমাকে ভোর মনে হয়না কখনো
মনে হয় এই বুঝি সন্ধ্যা এলো নেমে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাখাওয়াতুল আলম চৌধুরী. ৩০/১০/২০১৩ভালো।