www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

কেন চশমা ব্যবহার কর নি

রূপা, দিনের বেলায় তোমার চোখে ধুলো পড়ল
আর সারারাত ঘুম হল না আমার।
কেন ব্যবহার কর নি চশমা ?

তুমি জানো না !
তোমার কিছু হলে
আমাদের ঈশ্বরেরা ছেড়ে কথা বলবেন না আমায় ;
ভাবনার বেহারা পাঠিয়ে ধরে নিয়ে গিয়ে
জবাবদিহি চাইবে আবার।
কেন ব্যবহার কর নি চশমা ?

অথবা পড়ুক ধুলো।
ধুলো বের করে দেবার অজুহাতে ;
আর কিছু না হোক—
আরো একবার ছোঁয়া যাবে তোমার ঐ অপরূপ
আশ্চর্য-সুন্দর মুখখানা।
তখন আমাকে কিন্তু কোনো দোষ দিতে পারবেনা !
কেন ব্যবহার কর নি চশমা ?

তুমি ধুলোর যন্ত্রণাতে যখন কাতর হবে
সেই সময়
মনে মনে চলে যাবো আমি তোমার খুব কাছে ;
চুপিচুপি কিছুটা আদর ছড়িয়ে দেবো আবার।
তোমার গায়ের পদ্মগন্ধ নেবো
নিঃশ্বাসে সাজাবো মৃদু ঝড় ;
আর কারণ খুঁজব
সুন্দর কেন তোমার গায়ে বসলে আরো সুন্দর হয়ে যায় ?

রূপা
কাল কেন ব্যবহার কর নি চশমা ?
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬৮৭ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৭/০২/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

 
Quantcast