www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

কিশোর স্বপ্ন

কিশোর স্বপ্ন
সুব্রত সামন্ত (বুবাই)

এ বুকের বাম ? ডান ?
নাকি মাঝখানটায় ?
অথবা সারাশরীর ...
কে জানে—
এক্ষুণি স্বপ্ন দেখবার কেন এতো হুড়োহুড়ি ?

দিন তো মোটে চব্বিশ ঘণ্টায় ।
সেখানে কেন তবে খাটে
বছরের অপেক্ষায় ?
কতটা আরো পথ আবোল-তাবোল হাঁটলে
ঠিকানাটা খুঁজে পাবো সোজাসাপ্টা ?

আবারও দেখছি—
মানুষগুলোর পরিণতি শুধু অবধারিত অভ্যাস ।
সিরিয়াস , কমেডি বিষয়ও ক্রমাগত তাদের বিরহের সিলেভাস ।
তাই কুড়িয়ে কুড়িয়ে স্বপ্ন...
আমিই প্রথম ভাসলাম।
বাড়ি ফিরবার হলে ফিরব ;
যদি না ফিরি বুঝে যেও
আমি নয় আমার স্বপ্নেরা হয়ে গেছে দামি ।



সুব্রত সামন্ত
মানামা , বাহরাইন
২১.০৮.২০১৯
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৫১৪ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২১/০৮/২০১৯

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast