www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

একছটাক রূপা

একছটাক রূপা
সুব্রত সামন্ত

পূর্ণিমার চাঁদ তখন
মাথার উপর ঈষৎভাবে লম্ব।
আমার হাতের উপর রূপার
ভাঙা ভাঙা কাঁপা হাত।
রূপার আঁচলে আছড়ে পড়ে
আমার বিভ্রম।
ধর্মাধর্ম ভুলে গিয়ে উভয়েই ভেঙে ফেলি
একটা-দুটো নিয়ম কানুন।
অবিন্যস্ত পরাগমাখা অন্ধকার পেয়ে, সুবিধাভোগী আড়ালগুলো
নিঃশ্বাসে মিশে গড়ে তোলে মোহিনী-তান্ডব।
রূপার ঘামে ভেজা নাভী থেকে
সে সময় ঠোঁটে করে যদি খুঁটি একটা দু’টো শিশিরের কণা।
তাহলে রূপা হয়
ছদ্মবেশের বাইরে আর এক রূপা।
অবহেলার এলোমেলো জীবন তখন পরমার্থে উঠে এসে
‘স্বর্গময়-পরম-সুখছোঁয়া’।

বহু কিছু ঘটে যাওয়ার পর, আমি তার দিকে তাকাই।
সে চোখ গেঁথে রাখে নীচের দিকে।
আমি বেশ বুঝতে পারি:
আমার আদর খাওয়া ঠোঁটে সে নিজেকে বিলিয়ে
বিবৃতি দিচ্ছে একজন পরিপূর্ণ সুখি গৃহিনীর।

কবিতাটি "আজ কবিতারা কথা বলবে" পার্ট -২ থেকে নেওয়া হল।
সিরিজ - ' ভালোবাসা যে ভাষায় কথা বলে '
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬৩৭ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৫/১০/২০১৫

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • বিমূর্ত পথিক ২৫/১০/২০১৫
    দারুণ লিখেছেন, পড়ে ভালো লাগলো।
    আকাশের চাঁদ দেখতে দেখতে পড়লাম। যদিও স্বর্গীয় কোন অনুভূতি পেলাম না। তবুও অনেক ভালো লাগলো। শুভকামনা আপনার জন্য।
  • দারুন অনুভূতির প্রেমের কবিতা।
    অসাধারন।
 
Quantcast