www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

আজও আমার জানা হল না -২

আজও আমার জানা হল না
সুব্রত সামন্ত (বুবাই)

দ্যাখো রূপা, আজও আমাদের পালকে-বোনা সময়গুলো
ডালপালা মেলে দিয়ে থমকে থেমে আছে।

অতঃপর তোমার ভুল ভাঙাবার জন্য এইমাত্র আবার আমি
কতশত ভুল করলাম।
পথের মধ্যে পথ খুঁজতে
পুরুষ বুকে পুষে রাখলাম ব্যাকুলতা, ওষ্ঠে আনলাম অতৃপ্তি
তবে, তবু তুমি কেন আমার এই আঙুলে আঙুল জড়ানোআলিঙ্গন ছেড়ে দিয়ে
দূরের ঐ রুক্ষ বালিয়াড়িকেই বারবার বেছে নাও ?

জানো না ?
ওদিকে আর কোনো পথ নেই।
কাছেপিঠে একটাও চাঁদজাগা মসঃস্ফল নেই।
ও অঞ্চল দারুণ জনশূন্য, ভীষণ ভীষণই অচেনা।
ভয় করে না তোমার ?
ওখানে থাকলে তোমার বড় কষ্ট হবে।
ফিরে এসো, এই বুকের ‘ধরাছোঁয়ায়’ রূপা।
আর এরপরও একান্ত ভ্রমণ যদি করতেই হয়-
তাহলে কর :আমার এ নরম-শ্যামল-হৃদয়ে।

তুমি আবার পুরাতনয-ফলায় মতো
মিসেস সামন্ত হয়ে
আর একটিবার লক্ষ্মীমন্ত্রমেয়ে হয়ে যাও।
‘ঠিক যেমনটি আমার রূপা’।
যার কাছে রাখা আছে ;
মাত্র আধখানা আকাশের জন্য
একটা আস্ত আসমানের সমূহ পরিসেবা।

রচনাটি : সুব্রত সামন্ত-র “আজ কবিতারা কথা বলবে পার্ট-২” থেকে নেওয়া হল।
সুব্রত সামন্ত
পশ্চিমবাংলা , ভারত।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬৯১ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৪/০৯/২০১৫

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast