www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

মেয়েদের ব্রতকথা

সকাল , দুপুর , বিকেল , সন্ধ্যে
যখন যেমন সময় পাই :
কিছু না কিছু একটা ছুঁতো করে
রোজই আসি দেখতে তোমায় ।

তা তুমি কেমন পুরুষমানুষ ?
এত করেও... দিচ্ছ না হুঁশ !

মেয়েদের মনের সামান্য এই কথাকটি
এখনো তোমার শিখতে আছে কত বাকি ?
এদিকে যে পাড়ায় পাড়ায় রব উঠেছে কানাকানি
বেড়েই চলেছে তোমাকে কাছে পাওয়ার ছটপটানি ।
বোঝো না কেন তুমি ছাড়া আমার যে
এ ভরা নদীও মরুভূমি ।
আজো আমি , তোমার ডাকের আশায়
মধুর-বেহাল-কাঙালিনী ।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১৩০৫ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৯/০৪/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • মোঃওবায় দুল হক ১০/০৪/২০১৪
    ভাল লাগল।
 
Quantcast