www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

আজকের আলোচ্য বিষয়

মানুষ তোমরা আবার একবার
মানুষ হয়ে ওঠো ।

লজ্জা , পরোপকার , অহিংসা থেকে দিন দিন যে দূরে সরে যাচ্ছো
এটা তো মোটেই ভালো লক্ষণ নয় ।
ধর্ষন , লাশ , রক্ত ... এই ক্রিয়াগুলো যে
তোমার মধ্যে প্রতিক্রিয়া সৃষ্টিতে প্রতিবারই ব্যর্থ হচ্ছে
এমনটা তো হওয়া শুভ নয় ; উচিতও নয় ।
কত যুগ তোমার আবেগের মাঠে কোনো ফুল ফোটে নি
তা কি একবারও ভেবে দেখেছো ?

আমি এতসব কি করে জানলাম ?
তোমরা কি ভেবেছো _
তোমাদের এই নিষ্ঠুরতার কথা , জানতে কারো বাকি আছে !
এই সেদিনের কথাটাই একবার ভাবো :
আঠ বছরের ছোটো একটা মেয়ে !
আবার একবার শোনো ;
আঠারো নয় , আঠাশ নয় , মাত্র আঠ বছরের মেয়ে _
তাও হল কিনা ধর্ষনের শিকার !
ভাবা যায় ?
অবশ্য তোমাদের পক্ষে অসম্ভব কিছুই নয় !
তোমরা অপরের গায়ে কাদা ছিটিয়ে যেমন মজা পাও ;
ঠিক তেমনই আবার ওস্তাদ নিজের গায়ে মাখতে ।

আর কত নীচে নামবে ?
কুম্ভকর্ণও ছয়মাস ঘুমানোর শেষে একদিন জাগতেন !
কিন্তু তোমরা ?
এভাবে চললে _
কয়েকদিন পর , কুকুরদের পাড়ার ঝগড়া বাঁধলে
তারা যে একে অপরকে মানুষের বাচ্চা বলে গালাগাল দেবে ।
তখন শুনতে ভালো লাগবে ?
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৫৬০ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ৩০/০৯/২০১৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • বিশ্বজিৎ বণিক ৩০/০৯/২০১৩
    প্রতিবাদের ভাষা হউক নির্ভীক , প্রতিবাদের ভাষা হউক উত্তাল , প্রতিবাদের ভাষা হউক সমষ্টির মুষ্টি বদ্ধ হাত । খুব ভালো ।
  • ইব্রাহীম রাসেল ৩০/০৯/২০১৩
    --এই কথাটি বার বার বলতে চেয়েছি-বলার চেষ্টা করছি--
  • Înšigniã Āvî ৩০/০৯/২০১৩
    কোনও শ্রেণীর মানুষের কৃতকর্মের জন্য অনেক অনেক ঘৃণা প্রকাশ প্রকাশ পেয়েছে...

    আমাদের সকলকে একসাথে এর প্রতিবাদ করতে হবে
  • সহিদুল হক ৩০/০৯/২০১৩
    একশ্রেণির মানুষের পশ্বেতর আচরণের প্রতি ঘৃণা বর্ষিত হয়েছে কাব্যিক বর্ণনায়।
 
Quantcast