www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

কষ্টের সমীকরণ

হে সাগর...
কত ব্যথা তোমার বুকে?
বেদনার রঙে
কেন রাঙিয়েছ নিজেকে?
কেন হয়ে গেছ নীল?
বড় বড় ঢেউগুলো গর্জন করে
আছড়ে পড়ে তোমার তীরে,
তা কি তোমার বুকফাঁটা আর্তনাদ?
তোমার বুকে যে শেওলা জমে
তা কি তোমার সুখ নাকি বিষাদ?

হে সুবিশাল আকাশ...
তুমি কেন নীল?
আমার জীবনের সাথে কি
তোমারও রয়েছে মিল?
ছেড়া ছেড়া মেঘগুলোর
বিরামহীন ছুটে চলা,
তা কি তোমার সুখের চিহ্ন,
নাকি কষ্টের আলপনা?

ধরণীর বুকে মাথা উচুঁ করে
দাড়িয়ে থাকা হে পাহাড়,
বলো আমাকে সত্যি করে
কি ব্যথা রয়েছে বুকে তোমার?
কেন তুমি ঝর্ণা ঝড়াও
তোমার বুকের মধ্যি থেকে?
সত্যিই একি তোমার কান্না,
নাকি সাজাও প্রকৃতিকে?

হে সাগর... তোমার সব জল,
হে আকাশ... তোমার বিশালতা,
হে পাহাড়...
তোমার ঝর্ণাবেশী ক্রন্দন,
এর কোনটাই
আমার কষ্টের সমতূল্য না।
তবুও তোমাদের নিয়ে
হয়েছে কত কাব্য,
কত সাহিত্য রচনা।
কিন্তু আমি এমনই এক হতভাগা
যার কষ্ট কখনও কেউ বোঝেনা।
----------------------------------------
রচনাকাল: ১৫/০৪/২০০৯ ইং।
=°°=°°=°°=°°=°°=°°=°°=°°=
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৯৩৪ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২১/১১/২০১৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • আমি এমনই একজন হতভাগা
    যার কষ্ট কখনও কেউ বোঝেনা
    খুব ভালো
  • אולי כולנו טועים ২২/১১/২০১৩
    অসম্ভব সুন্দর একটি কবিতা
    পেলাম আজ।
    মনের সুপ্ত অনুভুতিগুলোর অসাধারণ রুপায়ন।
  • suman ২২/১১/২০১৩
    চমতকার ...
  • জহির রহমান ২১/১১/২০১৩
    সুন্দর করে কস্টের উপস্থাপন...
    • সায়েম খান ২২/১১/২০১৩
      অনেক ধন্যবাদ ভাই।
      • জহির রহমান ২২/১১/২০১৩
        আ.ধ.
        • সায়েম খান ২৩/১১/২০১৩
          মানে কি?
          • জহির রহমান ২৩/১১/২০১৩
            আপনাকেও ধন্যবাদ
            • সায়েম খান ২৩/১১/২০১৩
              স্বাগতম
 
Quantcast