www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

ভালবাসার স্পর্শ

হাতের স্পর্শে মনে জাগে আশা, আর কিছু ভালোবাসা।
গুটি-গুটি পায়ে, আসে দরজায় অলীক ভালোবাসা।।
মনের-মাধুরি মিশিয়ে দিয়েছি, পায় যেন তাল-ছন্দ।
প্রেমসাগরের খোঁজে আজি তাই,বয় বাতাস মৃদু-মন্দ।।
শরীরী চাহিদা ছাপিয়ে উঠেছে, মনের চাহিদা বড়।
কানেতে যেন ভেসে আসে,ওগো হাত দু-খানি ধর।।
কোকিল-কুজনে, ফাগুন মাসে, পেয়েছে মধুর সুর।
পূর্ণ-চন্দ্রমা পেয়েছে তোমার মুখেতে নূতন নূর।।
ভালো-মন্দ, মৃদু-মৃদু ছন্দ তোমার মনের কোঠায়।
যেও না-গো আজি, দিব্যি রইল চোখের জলের ফোঁটায়।।
পাগল বাতাস মাতানো মনে বলে কাঁদানো সুরে।
ছুঁতে চাই তবু, ছুঁতে পাই না; তুমি যে কত দূরে।।
জড়ানো স্মৃতি ভেসে যায় যেন দূর আকাশের পানে।
আলতো ছোঁয়ায় ভালোবাসি তোমায়, বলে যাই কানে-কানে।।
পাগল তুমি, লাগে যে ভালো তোমার পাগলামি!
সদাই পাশে থাকবো তোমার, কথাটি দিলাম আমি...।।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬৫১ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৬/০২/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • পাগলা ০৭/০২/২০১৪
    সুন্দর ছন্দে ছন্দে প্রেমের কবিতা...
 
Quantcast