www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

হবো না পিছু

দৃষ্টি দেওয়া পৃথিবীটার, আজ কী দেখো হাল্‌,
চাল-চুলো নেই, চলছে বেজায়, অবস্থা তার বেহাল!
ছুটছে আকাশ, বইছে নদী, চলছে রাস্তাঘাট,
টক্‌-টকাটক্‌ ঘড়ির কাঁটায়, বইছে সময়ের হাট।
বেতার, সেতার সবকিছু ফেলে, চলছি একমনে,
সুর নেই, তবু বেসুরো হয়েই, গাইছি ক্ষণে-ক্ষণে।
টাল-মাটালে টলছে বিশ্ব, নড়ছে তার গতি,
শুদ্ধ থেকে হয়েছে অশুদ্ধ, আর নেই কেউ সতী।
চড়ছে নেশা, বলছে বুলি...ঝেড়ে ফেলে সবকিছু
চলবে জীবন এগিয়ে সামনে, হব না আমি পিছু।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৫২৮ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৪/০২/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

 
Quantcast