ভালোবাসার ব্যবচ্ছেদ
হৃদয়ের গহীন কোণে এখন আর ভালোবাসা লুকিয়ে রাখি না
বুক পকেটে করে নিয়ে ঘুরি রাস্তায়
ফেরী করে বিলি করি বিনে পয়সায়।
ভালোবাসা দেই পথশিশুকে যে খাবার খোঁজে ডাস্টবিনে
ভালোবাসা দেই গৃহহীন কে যে থাকে পথের মাঝে
পথহারা পথিককে দেই পথের ঠিকানা
স্বপন দেখাই তারে কি করে সুখে থাকা যাবে।
কষ্টে লালিত জীবন যাদের
সুখ বিনে কারে মরে
দু’বেলা দু’মুঠো পায় না ভাত
পাথর চেপে ধরে পেটে
আমার ভালোবাসাগুলো উজাড় করে দেই তারে।
বুক পকেটে করে নিয়ে ঘুরি রাস্তায়
ফেরী করে বিলি করি বিনে পয়সায়।
ভালোবাসা দেই পথশিশুকে যে খাবার খোঁজে ডাস্টবিনে
ভালোবাসা দেই গৃহহীন কে যে থাকে পথের মাঝে
পথহারা পথিককে দেই পথের ঠিকানা
স্বপন দেখাই তারে কি করে সুখে থাকা যাবে।
কষ্টে লালিত জীবন যাদের
সুখ বিনে কারে মরে
দু’বেলা দু’মুঠো পায় না ভাত
পাথর চেপে ধরে পেটে
আমার ভালোবাসাগুলো উজাড় করে দেই তারে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ইব্রাহীম রাসেল ২৪/০৯/২০১৩--প্রতিটি লাইনে এমন ফাঁকা ফাঁকা যাকে বলে প্যার্যা-এটা আসলে দৃষ্টি নন্দন নয়।--
-
সহিদুল হক ২৪/০৯/২০১৩কবিতার ভাবনা টা ভাল,কিন্তু ''সুখ বিনে কারে মরে' বাক্যটির অর্থ বোঝা গেল না।
অন্যের কবিতা পড়া ও মন্তব্য করাও কর্তব্য। -
Înšigniã Āvî ২৪/০৯/২০১৩দুর্দান্ত...
এমন ভালোবাসা যদি সকলেই ফ্রীতে বিলাতে পারত তাহলে পৃথিবী থেকে অনায়াসে মুছে যেত সব দুঃখ কষ্টের নাম । -
সাখাওয়াতুল আলম চৌধুরী. ২৪/০৯/২০১৩অসাধারণ আপনার ভাবনা।সত্যিই চমৎকার।এভাবেই লিখে যান মানবতার জন্য।