www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

ভালোবাসার ব্যবচ্ছেদ

হৃদয়ের গহীন কোণে এখন আর ভালোবাসা লুকিয়ে রাখি না

বুক পকেটে করে নিয়ে ঘুরি রাস্তায়

ফেরী করে বিলি করি বিনে পয়সায়।

ভালোবাসা দেই পথশিশুকে যে খাবার খোঁজে ডাস্টবিনে

ভালোবাসা দেই গৃহহীন কে যে থাকে পথের মাঝে

পথহারা পথিককে দেই পথের ঠিকানা

স্বপন দেখাই তারে কি করে সুখে থাকা যাবে।

কষ্টে লালিত জীবন যাদের

সুখ বিনে কারে মরে

দু’বেলা দু’মুঠো পায় না ভাত

পাথর চেপে ধরে পেটে

আমার ভালোবাসাগুলো উজাড় করে দেই তারে।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬৭৮ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৪/০৯/২০১৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • ইব্রাহীম রাসেল ২৪/০৯/২০১৩
    --প্রতিটি লাইনে এমন ফাঁকা ফাঁকা যাকে বলে প্যার‌্যা-এটা আসলে দৃষ্টি নন্দন নয়।--
  • সহিদুল হক ২৪/০৯/২০১৩
    কবিতার ভাবনা টা ভাল,কিন্তু ''সুখ বিনে কারে মরে' বাক্যটির অর্থ বোঝা গেল না।
    অন্যের কবিতা পড়া ও মন্তব্য করাও কর্তব্য।
    • মোকসেদুল ইসলাম ২৪/০৯/২০১৩
      বাক্যটির অর্থ হচ্ছে সুখ ছাড়া শুধু দুঃখ নিয়েই যারা মারা যায় সোজা কথা দুঃখ,কষ্ট যাদের জীবনের নিত্যসঙ্গি।

      অন্যর কবিতাও পড়ি কিন্তু সময়ের অভাবে মন্তব্য করতে পারি না। তারপরেও দেখবেন আমি বেশকিছু মন্তব্য করছি।
  • Înšigniã Āvî ২৪/০৯/২০১৩
    দুর্দান্ত...

    এমন ভালোবাসা যদি সকলেই ফ্রীতে বিলাতে পারত তাহলে পৃথিবী থেকে অনায়াসে মুছে যেত সব দুঃখ কষ্টের নাম ।
    • মোকসেদুল ইসলাম ২৪/০৯/২০১৩
      সব ভালোবাসা দেয়ার দরকার নাই, কিঞ্চিত ভালোবাসা বিলিয়ে দিলেই পৃথিবীটা অন্যরকম হয়ে যেত। ধন্যবাদ আপনার মন্তব্যর জন্য।
  • অসাধারণ আপনার ভাবনা।সত্যিই চমৎকার।এভাবেই লিখে যান মানবতার জন্য।
 
Quantcast