www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

ঘুমিয়ে যাব যখন

ঘুমের ঘরে ঘুমিয়ে যাব
ক্লান্ত দেহে কোন অজানা প্রান্তরে।
ডাকিওনা তুমি মোরে;
আর অনন্ত বিরহে!

চাদরের আদর দিও না তুমি আর,
দিওনা তুমি ঐ সুহাগীর স্নেহ।
মিলনের গানে শুনি আজ,
বিষাদ ভরা বিরহ।

শুনি কেন আজ ঐ-
কালবৈশাখীর ঝড়ো হাওয়ার-
ভৈরবী নৃত্যের রুদ্র ঝঙ্কার?
সন্ধ্যা থেকে সকাল গরিয়ে বিকালে,
কেমন কাটে মোর এই কারারুদ্ব;
অপরাধীর জীবনে!

শান্তি কিবা মোর নিশা নিদ্রাতে,
পুড়া মরা গন্ধ শুকি আপন নাসিকাতে।
ছোট ঘুম পেরিযে
আমন্ত্রিত আমি চিরনিদ্রায়,
চিরশান্তির তরে জীবনের পারে।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৫০৫ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৫/০৪/২০১৭

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast