www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

ভালবাসার পাঠশালা

সবকিছুতেই শঙ্কা জাগে,
সবকিছুতেই আশা।
সর্বক্ষণেই যন্ত্রণাতে,
কেমন ভালবাসা ?
কষ্ট জাগে মন গহীনে,
অতি ধীরে ধীরে।
সঙ্গী আমার যাচ্ছে চলে,
আসবে কখন ফিরে ?
বন্ধু ছাড়া নিত্য দিনে
নিত্য চোখে জল ।
বন্ধুরে তুই আয়না ফিরে
দুঃখ ভুলি চল।
খানিক রেগে খানিক জেগে,
আদর সোহাগ রাখি।
চল্ ছুটে যায় পাঠশালাতে
ভালবাসা শিখি ।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১৩২২ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৯/১০/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • বন্ধু কে নিয়ে লেখাটি বেশ ভালো লাগলো।
  • ভূল> ভুল
    শংকা> শঙ্কা
    খানিক> ক্ষাণিক

    ভালোবাসার মানুষকে ফিরে পাবার অসাধারণ আকুতি। ভালো লাগলো কবি।
  • অনিরুদ্ধ বুলবুল ২৯/১০/২০১৪
    বিনা বেতনের পাঠশালা বেশ ভালই জমবে তবে একটা লাইন "বন্ধুরে তুই আয় না ফিরে" করলে কি আরো ভাল শুনায়?
    কিছু বানান টাইপো মিস্টেক (আমারো হয়) ঠিক করুন।
    • আপনার পরামর্শে আমি অনেক উপকৃত হলাম। ঠিক করলাম। সুযোগ থাকলে আরেকটিবার দেখুন।
  • মোহাম্মদ তারেক ২৯/১০/২০১৪
    বাহ! চমৎকৃত হলাম।।
  • শিমুল শুভ্র ২৯/১০/২০১৪
    বেশ ভালো কবিতা আগে ও পড়েছিলাম
 
Quantcast