www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

অলসতা

আলস্যতা কি বুঝিনি
তবে সকাল বেলায় নকশী কাঁথা মুড়িয়ে বিছানার সাথে সখ্যতায় ভরপুর
রোদের মিষ্টি আলো যখন বাতায়ন ছুঁয়ে আমার ভেজানো চোখে চুমো আঁকে
তখন তন্দ্রা লজ্বাপতি হয়ে উধাও সুখে বিভোর।

আলস্যতা আমায় ছাড়েনি
অলসের বিষয়বস্তু বড্ড সহজ বলেই অলসতার মানে এখনও খুঁজিনি
তবে দুপুর গড়িয়ে সাঁঝ যায় টিভির পর্দায় অহেতুক তামাশা দেখে
পড়াশুনা যেন হিমালয় পর্বতের ঝান্ডা আর
কর্মজীবনের নিয়মান্ত্রিক স্রোত অসহ্যতার চিম্বুক পাহাড়,
ভালো লাগা মানে চষে বেড়ানো মাঠ থেকে তেপান্তর।

কিচ্ছু হবে না, আমাকে দিয়ে কিচ্ছু হবে না
সংসার জীবন সেতো আমার চোখের বালি
সেজন্যই মাঝে মাঝে তীব্র ইচ্ছে হয় সন্ন্যাসের সর্দার হতে
জগতের যাবতীয় কর্মকান্ড বড্ডই মিথ্যে লাগে
তাই অলসতার মাঝে সুখ সুখ ভাব লাগে।

এই সুখ তবে সমাজের কানাঘুষো আর ঘৃণিত দৃষ্টি
পড়শীদের কাছে বাঁকা মুখ, সঙীদের অবজ্ঞা
অলসতার মানে আজো পাইনি, এইতো জীবন রসহ্যের সৃষ্টি

এই মানেই কি করুন সুখ নাকি দুখের অদৃশ্য বাণী
জানতে ইচ্ছে হয় হে অর্ন্তযামী।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৫৩৭ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০২/০৬/২০২০

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast