www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

ক্রন্দন বংশী

শ্যাঁত শ্যাঁতে এই বর্ষার,
শূন্য নির্জন গোধূলি বেলা
পক্ষী জগৎ ইতোমধ্যে কাটিয়ে ফেলেছে ,
তাদের অনেকটা ভেজা আলুসে বিকাল ।
তুলসী তলার দিকে অগ্রগামী ,
আলতা রাঙা দুটি পদ ।
ধীর গতিতে কাদা মেখে এগিয়ে চলেছে ॥
সন্তর্পণে দুটি আলতা মাখা ছোটো ,
পদ্ম কুঁড়ির মতো পদ যুগল পিছু নিয়েছে ।
আপদ মস্তক কাদার ছিঁটে ফোঁটা ।
মিস্টি মৃদু সুরে মন ভরিয়ে দিচ্ছে দাসিনীর ।
নত মস্তকে দাঁড়িয়ে দুটি রঙা চরণ ,
তুলসী তলায় ভক্তি ভরা দুই জোড়া নয়ন ।
সন্ধ্যায় বিলীন সূর্য রেখার মতো মুখে হাসি নিয়ে ছোট্ট চরণ গুলো সন্ধ্য সাধনায় মেতেছে ।
অর্ধ নগ্ন চিবুক গুলো তার মায়াবী এক উল্লাসে ভরে গেছে ॥
গায়ে কাঁটা দেওয়া হিমের মতো বাতাসের দল তার উল্লাসকে বিন্দু মাত্র আলিঙ্গন করতে পরছে না ।
শঙ্খের ধ্বনিতে আত্ম হারা কোমল রাঙা চরণ মাটিতে লুটিয়ে পড়লো ।
সেই সন্ধ্যার কাদাতে উন্মুক্ত শরীর লুটিয়ে পড়লো ।
তত্সঙ্গে উল্লাসে ভরা দুটি মনে বিষ্ণতার ঘনঘটা ছেয়ে গেলো ।
আনন্দের ঝংকার ক্রন্দন বংশী সম বাজিল মোর কর্ণে ॥
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬১৪ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৭/১১/২০১৭

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast