www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

লাল শাড়ি

গ্রীস্মের রোদেলা তপ্ত দুপুরে,
এক সারি হাসের,
পুকুরের জলে ভেসে থাকা;
আর,সাদা বকের হিংস্র দু'চোখ,
স্বচ্ছ জলের ওপাশে,
শিকারের প্রত্যাশায় /


কিংবা
শীত শুষ্ক উদাস দুপুরে,
ঝরা পাতায়,
রোদের অগোছালো খেলে যাওয়া;
আর,সবুজ বৃক্ষে,
সমস্ত নতুনেরা,
অবিরাম দোলের অপেক্ষায় /


এমনি কোন এক দুপুরে,
আমার দু'চোখের দৃষ্টি,
তোমার সাদা-মাটা,
প্রাকৃতিক কারুকার্য খচিত তরুলতায় /


তোমার দু'চোখের পাতা,
কেঁপে কেঁপে যেন,
শঙ্খচিলকে আরও,
পরিশ্রমী করে তোলে /


তোমার কপালে লাল টিপ,
আর অঙ্গে জড়ানো;
রক্তিম সূর্য থেকে ছিনিয়ে আনা,
একটুকরো রক্তিমতার আস্তরন /
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৫৬৮ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৫/০৭/২০১৭

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • বানানে সমস্যা আছে
  • Tanju H ০৭/০৭/২০১৭
    চমৎকার কবিতা।রক্তিম লাল গোলাপের শুভেচ্ছা।
  • ভালোলাগা।
    • কে এস শিশির ০৮/০৭/২০১৭
      স্বাগতম।
  • ভালো লাগলো কবি !!!
  • আব্দুল হক ০৫/০৭/২০১৭
    ভালো লিখেছেন!!
  • লাল রঙের অনেক অর্থ
  • সাঁঝের তারা ০৫/০৭/২০১৭
    সুন্দর
 
Quantcast