www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

কবি

আমার হাত বাঁধাহীন মুক্ত
আমার চোখ খোলা,
আমি বধির নয় আমার জবান
সচল আমার দুই পা নয় লোলা।

আমি নিরস্ত্র এক লৌহ মানব
আমি সৃষ্টির সেরা আদম,
আমার আছে নিরব ঘাতক মিসাইল
সৃষ্টির সেরা এক কলম।

প্রতিহিংসার হুতাশনে পুড়িনা আমি,
আমি গাহি সাম্যের গান।
মানবতার পাথারে অহর্নিশি ভাসি আমি,
আমার আছে ভালোবাসা অফুরান।

আমি অবলোকন করি অতীত বর্তমান
অদূর আগামীর প্রতিচ্ছবি,
আমি বিনয়াবনত রই আমি বারুদ হয়ে-
কখনো জ্বলি কারন আমি কবি।

আমি দিন শেষে ক্লান্ত গতরে ফিরে-
এসে বাড়ি ভাবি রাস্তার ধারে,
কনকনে শীতে বৃদ্ধ মানুষটিই কাঠিয়ে-
দিবে রাত শীত সইবে কেমন করে।

আমি আমার থাকার জায়গা ছাড়তে পারি
অন্য মানুষের সুখের লাগি,
আমি আঁধার রাতে খাবার নিয়ে বৃদ্ধ-
ফকিরের কাছে যেতে পারি যে ক্ষুধার্ত রোগী।

আমি অন্যায় দেখে প্রতিবাদ করি
সাজাতে সুন্দর আগামীর নান্দোনিক পৃথিবী,
আমি স্বদেশ রক্ষার শপথ নিয়ে আমৃত্যু-
লড়তে জানি কারন আমি কবি।
------------------সংকিপ্ত----------------

রচনাঃ০৭/১১/২০১৮ খৃীষ্টব্দ।
পটিয়া,চট্রগ্রাম।রাতঃ১১.২৫ মিনিট।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ২৭৯ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৭/১১/২০১৮

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • ভালো।
  • তারুণ্য ব্লগে স্বাগতম।
    গভীর কাব্য ভাবনা। এভাবে আসরে লিখে আসরকে মাতিয়ে রাখুন।
    পোষ্ট করার আগে বানান দেখে নিলে কবিতার মান আরো আকর্ষণীয় হবে। ধন্যবাদ কবি।
    • আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি সুন্দর মতামতের জন্য। বানানের বিষয়ে খেয়াল রাখবো। আমার টাইপিং এ একটু সমস্যা হয়।
 
Quantcast