www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

বনলতা আসবেই ফিরে

একলা ঘরে জানালার পাশে চলছে প্রতীক্ষা
বনলতা আসবে ফিরে,
গভীর রাতে হঠাৎ
দুঃস্বপ্নে ভেঙে যায় ঘুম ।
দৌড়ে গিয়ে দরজা খুলে দেখা
এখন ও ভোর হয়নি ।
বনলতা আসবে ফিরে,
রাত শেষ হোক ।

ঘুমধরা প্রভাতে ...
এককাপ চা আর তার স্নিগ্ধ হাসি দেখবই ।
ব্যালকনির একপাশটায়,
সাজিয়ে রাখা বাহারি গাছের সমাহার
প্রতিদিন যত্নকরে পানি দেয়া ।
জানি বনলতা আসবেই ,
হয়তো বিকেলে ।

কল্পনার ক্যানভাসে....
বনলতার অদৃশ্য জলছবি আঁকতে থাকা
সে দেখলে বড্ড খুশি হবে
তারপর আঁধারঘরে প্রদ্বীপ প্রদর্শণী
রবির ম্লানহয়ে থাকা
লুকোচুরিময় অস্তিত্বে ফিরে পাওয়া বিশ্বাষ ।
ঠিক এভাবেই বনলতা আসবে ফিরে
............................

তবু তার প্রতীক্ষা,
শ্রান্তির বিষাক্ত চুমুকে...
ধীরে ধীরে,
কাল খেয়ে নেয় সমস্তকিছু ।
একটার পর একটা সিগারেট দেয় ধ্রুম বিষর্জন
অথচ অবসান পায়না যুবকের প্রহর গোনা কষ্ট ।
সে শেষ বিশ্বাষটুকু নিয়েই ত্যাগ করে ধরিত্রী
বনলতা আসবেই ফিরে ।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬০৩ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৬/০৯/২০১৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • অসাধারন অসাধারন। চালিয়ে যান। নতুন কবিতা জন্ম দিন অপেক্ষায় আচি :)
  • আমি লিখছি অনেক দিন ধরে.....কিন্তু এই প্রথম কোথাও লেখা সংযুক্ত করার সাহস নিলাম....আর একটা কথা লেখালেখি নিয়ে কোন সরাসরি আসর এর ঠিকানা কারো জানা থাকলে দয়া করে জানাবেন...অনেক উপকৃত হব ।
 
Quantcast