www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

nilsagar

জোছনা বিলাপ
নীল সাগর

তুমি কি আর লিখবে না কবিতা ?
তুমি কি ভালবাসবে না কখনও কবিতা ?
বিন্দুতেই তুমি নিশ্চুপ কেন আজ কবিতা ?

যেখানে ভালোবাসা নেই,
সেখানে কবিতা ঘুমন্ত ।
যেখানে প্রেয়সীর চুম্বন নেই,
সেখানে কবিতা স্তব্ধ ।
যেখানে গাঢ় আলিঙ্গন নেই,
সেখানে কবিতারা মৃত ।

হে পৃথিবী,
ঝিম ধরানো সুরে ঝিঁ ঝিঁ পোকারা -
এখনও ডাকে নি,
কামিনী ফুলের সুবাসে মন যে মোর-
এখনও মাতে নি।

কবি, এসো আলিঙ্গন করো আমায়-
প্রগাঢ় ভালবাসায়,
যদি চাও কিছু তাপ খুঁজো -
কোমল ঊষ্ণতায়।

তোমার অপেক্ষায় আমি - যৈবতী জোছনা,
বেদনার সবই লুকিয়ে গভীরে - তুমি বোঝ না ?
অনাদরে ধুলো জমা ডায়েরীর পাতা-
আজ এই তিথিতে-নীল,
লিখবে কি কোন কবিতা ???
২৯.০৬.১৮
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ২৪৯ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৪/০৭/২০১৮

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • প্রেমে সাড়া জাগানো এক অনবদ্য কবিতা!!!!

    অনেক ধন্যবাদ
  • কবিতার শিরোনাম বাংলায় হলে নিঃসন্দেহে আরোও ভাল দেখাতো।
  • জহির রহমান ২৪/০৭/২০১৮
    ভালো লেগেছে কবি।
    তারুণ্যে স্বাগতম...
    আমাদেরকে আরো সুন্দর সুন্দর কবিতা উপহার দিন, সেই প্রত্যাশায়...
  • বেশ লেগেছে।
    অনেক ধন্যবাদ।
 
Quantcast