www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

বাবার কাছে খোলা চিঠি

খোলা চিটি

এ ভাবে তো যাবার কথা ছিলনা অসময়ে অবেলায় .
তবো ও নিয়তির ডাকে চলে গেলে আমাদের নিঃশ্ব  করে.বাবা তুমি চলে যাবার পর বড় একা হয়ে গেছি আমি .আজ মনে হয় এক বট বূক্ষের ছায়া আমার মাথার উপর থেকে সরে গেছে,আজ সামনে এগোবার সাহস পাইনা বড় একা লাগে নিজেকে,বাবা তুমি তো চলে গেছ চিরতরে  আসবেনা আর কখনো আমাদের মাঝে .কিন্তু বিশ্বাস করতে বড় কষ্ট হয় তুমি নেই,যখন মায়ের কাছে ফোন করি মাকে বলি কেমন আছ মা সাথে সাথে মুখ দিয়ে চলে আসে বাবা কেমন আছেন,মুহুর্তেই থমকে যাই!
যখন একা বসে থাকি  আকাশের দিকে তাকাই মনে হয় তুমি যেন অদূশ্য হয়ে আমার দিকে চেয়ে আছ!
মনে হয় তুমি নক্ষত্রের মতো ঘুরে বেড়াচ্ছ আকাশের বুকে!  
যখন হাসপাতালে বেডে শুয়ে আমার সাথে কথা বলতে ফোনে আর বার বার বলতে তোমার ছোট ছেলে (আমার ছোট ভাই) টাকে দেখে শুনে রাখার জন্য আমি তো তোমার কথার জবাবে বলতাম বাবা তুমি চিন্তা করো না আমি তো আছি সব সময় ওদের পাশে.কিন্তু  আমাকে দেখে রাখার মতো কে আছে বাবা তুমি বল?
আমি তো এই ধরনীর বুকে আজ বড় হতাশা নিয়ে বেঁচে আছি তোমাকে হারিয়ে,আমি না পারছি মরতে!
না পারছি বাঁচতে!
যে দিন এই প্রবাসের বন্দি জীবনে আসি সে দিনের কথা গুলো আজ ও মনে পড়ে,
সে দিন আমাদের বাড়িতে অনেক মেহমান ছিলেন আমি খাবার খেতে দেরি হচ্ছে বলে তুমি ও খাবার খাওনি পেটের ক্ষদায় মুখটা মলিন হয়ে গেছে তোমার,আছরের নামাজ শেষ প্রায়  বার বার বলছিলাম বাবা তুমি খেয়ে পেল খেয়ে পেল,কিন্তু তুমি  আমার খাবারের অপেক্ষা করছিলে আমার সাথে খাবে না হয় আমি খাবার পরে খাবে.বাবা তোমার মনের কথা গুলো যদিও কেউ বোঝতে না পারে আমি টিকই বোঝতে পারছিলাম ।যখন বাড়ি থেকে বিদায় নিয়ে গাড়িতে বসলাম পাশেই বসেছিলে তুমি আমাকে বিদায় দিতে অনেক কষ্ট হচ্ছিল তোমার  অবশেষে চোখের জল ধরে রাখতে পারলে না কেঁদে পেললে তুমি তখন তোমাকে শান্তনা দেবার মতো ভাষা আমার ছিলনা,
আমি ও সে দিন বড় কষ্ট বুকে নিয়ে তোমাদের ছেড়ে আসতে হয়েছে,
এ্যায়ার বাসে ওটার আগ মুহুর্তের কথা আজ ও মনে পড়ে বাবা সে দিন তো মনে হয়নি তোমার বুকে আর কখনো বুক মেলাতে পারবো না !
সে দিন মনে হয়নি তোমার পা চুয়ে আর সালাম করতে পারবো না কখনো,
সে দিন বোঝি তোমার কাছ থেকে চিরতরে চির বিদায় নিয়ে চলে আসলাম এই প্রবাসে?
দোয়া করি বাবা আল্লাহ যেন তোমাকে জান্নাত বাসি করেন,
সারা জীবন তো আমাদের সুখের জন্য কষ্ট করে গেছ নিজের মুখের আহার গুলো আমাদের মুখে তুলে দিয়েছ!
কিন্তু তোমার জন্য আমি কিছুই করতে পারিনি,
তোমার শেষ বিদায়ের বেলায় তোমার পাশে থেকে মাগফেরাত কামনা করতে পারিনি,তোমার পাশে থেকে তোমার জানাযা টা পড়তে পারিনি, বর্তমান বিশ্বের উন্নত প্রযুক্তি থাকার কারনে ভিডিও কলের মাধ্যমে তোমার বিদায়ী মুহুর্তটুকু দেখতে পারছিলাম মাত্র,আর যদি তা না থাকতো তা হলে তো  এইটুকু ও সম্ভব হতো না ,
তুমি আমাকে ক্ষমা করে দিও বাবা,
ক্ষমা করে দিও.
আমরা সব সময় তোমার রুহের মাগফেরাত কামনা করবো আল্লাহ যেন আমাদের কে সেই তওফিক দান করেন আমীন ।।
বিষয়শ্রেণী: অভিজ্ঞতা
ব্লগটি ৯৪৬ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৯/০৬/২০১৬

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast