www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

লাল শাড়ী



প্রিয় আমি আজো আছি,
তোমারি জন্যে বসে
জানিনা কবে তুমি আসবে আমার পাসে।

তুমি দিয়েছিলে একটি শাড়ী
তা নিয়ে আজো আমি অনাহারি ,
কান্না আমায় খুঁজে।
তাকি প্রিয় পাড়াপড়শি বোঝে?

তোমাকে দিয়েছি কথা ,
থাকবো বসে একা যখন তুমি আসবে ফিরে,
করবে এসে দেখা ।
আমি আর কত কাল থাকবো বসে
তোমার দেয়া চঠি গুলে যাচ্ছে জলে মুছে ।

পাড়ার লোকে আমায় নিয়ে কত কথার ছলে ,
, আমার এ মন সারাটিক্ষণ তোমার কথায় বলে।
তোমার দেয়া লাল শাড়ী ভিজে গেছে জলে ।
আজ আমি শুকাইনি তা আসবে তুমি বলে.
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৭১০ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৯/১১/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast