www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

প্রেম দেবে না-----

জানলে আমায় বলবে না আর প্রেমের কথা
জনম আমার মাতৃহীনের অনাথ ইতিকথা।
সুশ্রী তো নয় পিতৃগৃহে ঠাঁই হলনা আহ্লাদে
মেয়ে পেয়ে পিতা নিরেট নিরাশ নির্বিবাদে।

পার পেয়ছি স্কুলের গন্ডী  অনাগ্রহের ক্ষোভে
মাথার  দোসর সঙ্গ দিয়ে অ-পরিনাম  মোহে।
বিয়ের পিঁড়ি মুখ  বেকিয়ে কালো বিদায় শেষে
অনাথ জীবন ঘনিয়ে ভীষণ আঁধার ভুবন মেশে।

চাকরিওলার বেজায় প্রবাদ রেফারেন্সের জয়
মামা,কাকার ভাইপোরা যায় বুক ফুলিয়ে হায়।
এ দোর সে দোর শুকতলা ক্ষয় বাঁচার অবক্ষয়
মৃত্য সমুখ নাই কোনো সুখ বন্ধু নামের ভয়।

বাড়ী , গাড়ী,অগাধ ধনের স্বপ্ন ঘুমের ঘোরে
ফাঁদ পাতে পথ লোভ , লালসার জলসা ঘরে।
নিথর  সমাজ দেখছে রগড়  দুর্যোধনের চাল
কেমন শোধন  বস্ত্রহরণ অনাথ মেয়ের হাল।

এইতো জীবন আঁধার ভুবন শমণ বরণ সাজে
নিজের ভেতর নিয়ে হাজার অভিযোগের মাঝে।
দেখাইনে মুখ এ ঘোর অসুখ সমাজ অবজ্ঞায়
পারবে তুমি প্রেমের বাতি জ্বালতে সহসায়---?

ধন মেলেনা , প্রেম মেলেনা বন্ধু যেমন তেমন
তেলা মাথায় তেল মেলে হায় যার যখন যেমন।
বায়োডাটা দিলাম তোমায় পারলে নিও জেনে
প্রেম দেবে না নিরুদ্যমে সত্য নেবে মেনে ।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬১৭ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৩/০৩/২০১৫

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 • ইকবাল হাসান ১৮/০৩/২০১৫
  বেশ সুন্দর লেখা...... কবিতাটা পড়ে বাস্তবতা অনুধাবন করার মত।
 • সবুজ আহমেদ কক্স ১৪/০৩/২০১৫
  ভালো লাগলো
 • রক্তিম ১৩/০৩/২০১৫
  অপূর্ব এক ভালো লাগা মুহূর্ত । নিরন্তর ভালো থাকুন ।
 • ভাল লাগল
 • মো ফয়সাল রহমান ১৩/০৩/২০১৫
  Hmm
 
Quantcast