www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

অনাবাসী

শেষ  প্রান্তের বার্তা পেয়েছি অবশেষে এইবার
গোলক ধাঁধাঁর ঘূর্ণি খেলায়  নরকের দরবার।
বিশ্ব সিন্ধু প্রাগ্ যুগে এসে দরজা গিয়েছে থেমে
গ্রহের জীবন ছিটকে কখন মহাকালে গেছে নেমে।
ঘুমঘোর যেন বিরহী বিষাদ বোনে জাল অকাতর
নামছে আমার আঁধার ভুবন ছেয়েছে ঘূর্ণিঝড়।
প্রবণতা যত নিমেশে হেনেছে দ্বন্দের সংঘাত
যশের উজার হেনে ছারখার প্রাণহীন বনিয়াদ।
চলেছি কোথায় কোন আলোয়ায় নির্বাক জনহীন
ভুলেছি প্রবাদ হানে অপবাদ দুষে জীবনের ঋণ।
সে পথ গিয়েছে উঠোনের বাঁকে সীমান্তে ইঙ্গিত
নগরী শুধায় কবে তুমি হায় বিলাও সে সংগীত।
আমার বিবাগ অনাবাসী মন স্মৃতি ভারে অবনত
হাসি,কান্নার দিবস ছেযেছে দিনান্তে আশাহত।
হয়নি মেলানো মেদুরতা কত প্রহরের সংজ্ঞায়
আপনার ভবে আসা যাওয়া সবে অকাতর বিস্ময়।
ছিল যে প্রহর সূত্র মতের ভেদ নিভায়েছে ফুঁয়ে
আলো আঁধারের দ্বন্দে অমিল ছন্দেরা দুঁয়ো দিয়ে।
মনিষীর ভাষা ক্ষমতার পোষা দিব্য পেয়েছে যুক্তি
কোনে পড়ে আছে কালের গোচর আবিষ্কারের শক্তি।
মেলেনা দোসর জীবন বহর সোজা পথ চলে বেঁকে
বলেছে যেন কে আসছে আগাম উলু দাওওগো হেঁকে।
ভালবেসে হাই বলে সহসাই প্রেম চোখ যারে তারে
জন্মেই শিশু রোষে কাঁদে টাইম পাস নেই কম্পুটারে।
আশা দুরাশায় ভালোবাসা খায় ঘেঁটে নরকের পাঁক
ভাবের  সকাশে আমরা  ঘুরছি  ঘূর্ণিপাকে  বেবাক।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৫৯২ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১২/০৩/২০১৫

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 • খুব ভাল লাগলো। আশা করি আরও লিখবেন সঙ্গে ভাল থাকবেন া
 • সবুজ আহমেদ কক্স ১৪/০৩/২০১৫
  বেশ ভালো
 • নাজমুল আহসান ১২/০৩/২০১৫
  সুন্দর লেখেছেন
 • চমৎকার
 • নাজমুল আহসান ১২/০৩/২০১৫
  ভাবনার গভিরতা আছে,ধন্যবাদ ।
 
Quantcast