www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

বিমর্ষতার ভার

উজ্জল স্বপ্ন যখন মৃত ,
‌বিষন্নতার স্পর্শ তখন উজ্জীবিত ।
মস্তিষ্কজু‌ড়ে অবাস্তব চিন্তাভাবনা ,
তাই‌তো অসম‌য়ে মোর একলা হ‌য়ে যাওয়া ।
দী‌প্তিমান প্রদী‌পের উদ্ভা‌সিত ছায়া
‌পর‌চো‌খে এখন মোর ঘৃণার ছায়া ।
অ‌স্পষ্ট প্র‌তিফ‌লিত চি‌ত্রে
কেন চল‌ছি কোমল‌চি‌ত্তে !
অ‌গোছা‌লো জীব‌নে অতৃপ্ত সাধনা
‌নোনাজল ব‌লে দেয় তার ঠিকানা ,
অব‌চেতনা বিস্মৃ‌তির চিন্তন
তার প‌রে ম‌স্তি‌ষ্কের বিকৃত প্রত্যক্ষন !
অাত্ম‌চিন্তায় অাত্ম‌নিম‌গ্নে ,
প্রকাশ ক‌রে‌ছি সব লেখ‌নি‌তে ‌।
‌লিখার গরম অাগু‌নে ,
হয়ত জ‌ন্মে‌ছে রাগ তার ম‌নে ।
রু‌চি‌বো‌ধের কা‌ছে অসহায় ব্যা‌ক্তিত্ত
‌সেই নি‌মি‌ত্তে হৃৎ‌পিন্ড হ‌য়ে‌ছে চূর্ণ‌বিচূর্ণ ।
‌মোর কোমল প্রা‌ণে ,
‌কেন এত অাঘাত হা‌নে ?
আ‌মি ঈর্ষা‌ন্বিত হ‌য়ে তিক্ত বা‌ণি উচ্চারন ক‌রি
তার প্র‌তি‌ক্রিয়ার পুনরায় তা‌কে কা‌ছে ডা‌কি ।
জলরা‌শি অাজ বাঁধ ভে‌ঙ্গে‌ছে ,
দুঃখগু‌লো জ‌মে পিন্ডাকার হ‌য়ে‌ছে ।
স্বপ্নাকাঙ্খার পরাজ‌য়ের প‌রেও অা‌মি ধা‌বিত,
হয়‌তো ,অাজ অামি খুব প‌রিশ্রান্ত ।
অা‌বেগজগ‌তে বিমর্ষতার ভার
‌টে‌নে ‌নি‌য়ে যা‌চ্ছে অামা‌কে ।
অাজ, কা‌ছে তা‌কে ক‌তো ডা‌কি !
মরী‌চিকা হ‌য়ে দেয় সে ফাঁকি ।
অা‌মি জা‌নি , অাস‌বে না সে ফি‌রে
‌শুধু থে‌কে যা‌বে মোর ম‌নে সে নী‌র‌বে ।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ২৩৩ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০২/১২/২০১৮

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast