www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

আমি পৃথিবীর সমস্ত কষ্ট

"আমি পৃথিবীর সমস্ত কষ্ট" - জুবায়ের শিহাব

আমি এই পৃথিবীর সমস্ত কষ্ট-
সমস্ত কষ্ট আমি নিরলস-নিরন্তর বয়ে বেড়াই আমার জীবনপাত্রে করে।
আমি চোখের কষ্ট, রক্তের কষ্ট, চাপা দীর্ঘশ্বাসের কষ্ট।

আমি পৃথিবীর সব ব্যর্থ পিতাদের শুন্য হাতে ঘরে ফেরার কষ্ট-
আমি সন্তানকে নিয়ে হাজার স্বপ্ন দেখা পিতার স্বপ্ন ভঙ্গের কষ্ট।
উৎসবে জীর্ণ পোশাকে পিতাটির কষ্ট-
যে সন্তানকে আমি তিলে তিলে রক্ত-মাংস আর স্বপ্ন-সোহাগ দিয়ে বড় করে তুলেছি -
সেই সন্তানের দ্বারা আশ্রমে আশ্রয় পাওয়া পিতা-মাতার কষ্ট।

আমি চোখের সামনে নিজ সন্তানকে ক্ষুধায়-তৃষ্ণায় অার নির্মম মারনাস্ত্রের হাতে খুন হতে দেখা মায়ের কষ্ট।
আমি পুরুষতন্ত্রের হাতে সম্ভ্রম হারানো মেয়েটি ও তার জনক-জননীর কষ্ট।
আমি ঘরে না ফেরা সন্তানের জন্য পিঠা-পুলি নিয়ে অার্দ্য চোখে বসে থাকা মায়ের অপেক্ষার কষ্ট।
আমি পৃথিবীর সব পিতা ও মাতার কষ্ট।

আমি ছোট্ট অনাথ শিশুটির ক্ষুধাভরা দেহ নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ানোর কষ্ট।
আমি পেটের দায়ে পাষন্ড শ্রমজালে বন্দী শিশুটির কষ্ট।
আমি কয়েকটি কড়ির জন্য দিনরাত পথে পথে কাগজ কুড়োনো কিশোরের কষ্ট।
আমি রেললাইনের পাশে শুয়ে থাকা ক্ষুধার্ত-শীতার্ত শিশু ও কিশোরের কষ্ট।
আমি সমগ্র আফ্রিকার ক্ষুধার্ত শিশু আর-
মধ্যপ্রাচ্যের রক্তাক্ত শিশুর কষ্ট।
আমি পৃথিবীর সমস্ত কষ্ট।

আমি বিষাদী বৈষম্যে অাক্রান্ত নারীদের কষ্ট,
আমি পৈশাচিক নির্যাতনের স্বীকার মা ও বোনের কষ্ট,
আমি যৌতুকের বলি হওয়া মানুষটির কষ্ট।
পুরুষতন্ত্রের দ্বারা নির্যাতিত নারীদের কষ্ট।
আমি ক্ষুধার জ্বালায় শরীর বিক্রি করা বোনের কষ্ট।

আমি চাকরি না পাওয়া বেকারের কষ্ট-
আমি ন্যায্য মূল্য ও মর্যাদা না পাওয়া কৃষকের কষ্ট,
আমি নষ্ট পুঁজিবাদের নির্যাতন, নিপীড়নের স্বীকার শ্রমিকের কষ্ট।
আমি সাম্রাজ্যবাদের লালসার স্বীকার জাতিদের কষ্ট-
আমি নষ্ট ভূরাজনীতির যাতাকলে পিষ্ট সম্প্রদায়দের কষ্ট।
আমি নিজ দেশে প্রবাসী হওয়া মানুষদের কষ্ট-
আমি ফিলিস্তিনের কষ্ট, আমি অারাকানের কষ্ট।

আমি প্রকৃতির কষ্ট-
অামি নষ্টদের হাতে বৃক্ষ নিধনের কষ্ট, নদী ভরাটের কষ্ট, পাহাড় কর্তনের কষ্ট।
আমি নষ্টদের হাতে ওজোন ক্ষয়ের কষ্ট-
আমি বরফ গলার কষ্ট।
আমি নষ্টদের হাতে বিলীন হওয়া জীবেদের কষ্ট।
আমি পৃথিবীর সমস্ত কষ্ট।
আমি পৃথিবীর সমস্ত বেদনা।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৪০৫ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১০/০১/২০১৮

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast