www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

সত্য সৌন্দর্য - রূপ সৌন্দর্য

বাহ্যিক রূপসৌন্দর্য্য উপভোগ্য, যথা- শীতের উষ্ণতা পেতে আগুনের সংস্পর্শে আসার মতো।
বিপত্তি ঘটে তখনই, যখন- অধিক উত্তাপিত হওয়ার নিমিত্তে অগ্নিকুণ্ডে ঝাঁপ দেওয়ার চেষ্টা মনে পোষণ করা হয়।
কেননা- আগুনের ধর্মই হলো পুড়ানো। কিন্তু, ধাতব ব্স্তু আগুনে পুড়ে খাঁটি হয়। যাবতীয় ধাতব বস্তু সবই ঠান্ডা প্রকৃতির। তাই, এদের উপর মরীচিকাও পড়ে। ঘষা-মাজায় মরীচিকা দূরীকরণ সম্ভব।
মানব প্রকৃতিও আজন্ম মরীচিকায় মুড়ানো। এদের পরাভূত করা সম্ভব-শুধুমাত্র সত্যের সৌন্দর্যরূপ উপলব্ধির দ্বারা ও সত্য সৌন্দর্যের ইতিবাচক প্রয়োগে।
কিন্তু ভুলবশতঃ - মরুভূমিতে যেরূপ- অদূরে জলতরঙ্গ ন্যায় মরীচিকা দৃশ্যত হয়ে আমাদের তৃষ্ণা আরো বাড়িয়া উঠে, সেরূপ- জন-ভূমিতেও বাহ্যিক রূপসৌন্দর্য্য স্বরূপ মরীচিকায় সকলেই আবেগ আপ্লুত হয়ে সতত ধায়।
আর তাই, কামাতুর সবাই -
রূপসৌন্দর্য্য মরীচিকার অগ্নিকুণ্ডে ঝাঁপ দিয়ে কামাগ্নিকে প্রতিনিয়ত আলিঙ্গন করছে আর আপন সত্য অনুভূতি পুড়িয়ে ভস্মীভূত করছে।
----০০----
বিষয়শ্রেণী: প্রবন্ধ
ব্লগটি ৪৯৮ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০১/০৭/২০১৮

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast