www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

নির্মলেন্দু গুণকে

তোমাকে প্রণাম কবি তোমাকে প্রণাম
কবিতার মাঝ দিয়ে তোমাকে পেলাম ।
তুমি গুরু সমাসিন চিত্তের মাঝে
ভাষা তুমি শিখিয়েছ আমারি কাজে ।
শব্দকে করো খেলা প্রতি কবিতাতে
মুহু মুহু ভাষা চলে প্রতি পরতে ।
হৃদয়ের ক্ষুধা তুমি খোঁজো কবিতায়
শান দাও কবিতাতে দিন যত যায় ।
নির্মল ভাষা তুমি জ্যোতিতে প্রকাশ
চাঁদের আলোর খেলায় আঁধারে বিকাশ ।
উদ্দাম সাহসী তোমারি ভাষা
জীবনের জয়গান তোমারি আশা ।
সাদা চুল , সাদা দাড়ি সৌম্য তুমি
পূন্যেতে ভরা তুমি যেন পৃথ্বী স্বামী ।
আঁধারেতে জ্বালো আলো শব্দকে খেলে
অণুরণ শিহরণ যেন প্রতি পলে ।
চোখে তীর যেন বীর শানিত মসি
জ্বালাময় কবিতায় হৃদ যেন গ্রাসি ।
চোখেরি পলকে যেন আকাশের তারা
প্রেমের গীতিতে যেন ফল্গুধারা ।
হৃদ যেন আকাশ আর চোখে যেন তীর
যা বলে বলুক লোকে তুমি কবিবীর ।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৭৩৪ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৭/১০/২০১৫

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • কবিরা হল একটি দেশের অাত্মা ।
  • প্রশান্ত মন্ডল ০৯/১০/২০১৫
    তিনি আমার প্রিয় কবিদের একজন।
  • মোবারক হোসেন ০৮/১০/২০১৫
    আমারও
  • আমারও একজন প্রিয়কবি নির্মলেন্দু গুণ।
    দোয়া করি তিনি দীর্ঘজীবী হোন।
    আর তাকে নিয়ে এ লেখার সাধুবাদ জানাই।
    ধন্যবাদ
  • কবি নির্মলেন্দু গুন , জটিল কবিতার যুগে , মানুষের জন্য সাধারণ করে লিখেছেন।
  • মাহফুজুর রহমান ০৮/১০/২০১৫
    কবিতা যদি ছন্দ কবিতা হয় , তাহলে মনে রাখা প্রয়োজন যেটা- ছন্দের তাল যেন না পরে যায় । উপরোক্ত কবিতাটি পড়তে গেলে তাল বার-বার কেটে যাচ্ছে । যেমন - " চাঁদের আলোয় খেলায় আধারে বিকাশ " এখানে বাক্য তার ছন্দের গুন হারিয়ে ফেলেছে ।
    আমার প্রস্তাব, যদি এমন হয় -"চাঁদালোর খেলায় আধারে বিকাশ " এতে বাক্যরূপ সংকোচিত হয়ে ছন্দের তাল ধরে রাখছে মনে হয় ।
    তবে এ কথা অনস্বীকার্য যে চেষ্টা অনেক ভালো । চালিয়ে যান ......
 
Quantcast