www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

দ্রোহ

"একুশের কারফিউ"
লেখা: ফজলে রাব্বি
কারফিউ,কারফিউ!
হানাদার,শকুনের কারফিউ!
বুনো শেয়াল,জন্তু,জানোয়ার,হায়েনাদের
সেই কারফিউ!

কিসের কারফিউ?
মানিনা আমি!
মানিনা আমি আইন!
আমিই সালাম
আমিই জব্বার
আমিই বরকতের
কারফিউ ভাঙার আগ্রাসী সেই সোপান!

আমিই বাংলা,
আমিই একুশ,
গুলি করবি আমার শিরে?
আমি দামামা বাজিয়ে
মশাল নিয়ে ছেয়ে যাবো
মৃত্যুর মিছিলে মিছিলে!

তবুও তোদের উর্দুকে
রাষ্ট্রভাষা আমি মানি না!
মানবো না!
যায় যদি যাক প্রাণ,
যায় যদি রেডিয়াস,কার্পাল,চক্ষু,প্রাণ
তবে তা যাক্ না!!!!
ক্ষতি কি?
আমি কি তোদের মতো চাটুকার?
শকুন?
বদ্ধ উন্মাদ?
শেষ করে দিতে পারবি আমাকে?
আমি শঙ্খচীল হয়ে থাবা বসিয়ে দিবো
তোদের বক্ষে বক্ষে!

কিসের কারফিউ?
কিসের ১৪৪ ধারা?
আমি মানিনা এসব!
আমি মানিনা কোনো
ভিনদেশী হায়েনা,
গোলামের কোনো ইশারা!

আমার হৃদয়ে তিনশত ষাট
আউলিয়া জ্যান্ত আছে,
আমার হৃদয়ে নজরুলের ঐ
অগ্নিদাহ আছে!
আমার হৃদয়ে তিতুমীরের ঐ
বাঁশের কেল্লা আছে!
আমার হৃদয়ে আল্লাহু আল্লাহু
জয়ধ্বনি আছে!

আমার হৃদয়ে প্রীতিলতার
ঐ বিপ্লবী চিহ্ন আছে!
আমার হৃদয়ে ভাসানী,মুজিব
একসাথে গেছে মিশে!

আমি আছি!
আমি আছি!
আমিই আছি,
শিলা বৃষ্টির ঐ বরফ কণার সাথে!
আমিতো আছি
বজ্রকণ্ঠ,বজ্রের সাথে মিশে!
গুলি,বেয়নেট,রাইফেল,
রুখবে আমায় কীসে?

আমি থাকবোই এই বাংলায়!
কোটি মানুষের প্রাণে,
আমি থাকবোই এই বাংলার
বিদ্রোহী প্রতিটি গানে!

আমিই একুশে!
আমিই অমর!
আমিই ফেব্রুয়ারি!
আমিই ভাষা শহীদদের মন্ত্রে তৈরি
বাংলা নামক বাড়ি!

মরবো আমি,
মারবো আমি,
বাংলা যতদিন আছে,
আমি রব চিরকাল
কারফিউ ভেঙে
সালাম বরকতের সাথে!
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ২৭৩ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৩/০৫/২০২০

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast