www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

তারুন্য

বেকুবের মহার্কীতি_পর্ব-০১
================================

বহুদিন পর ৩বন্ধুর দেখা এক চা স্টলে।ওরা গল্প করছে ১ম জন কি দোস্ত কেমন কাটল প্রবাস জীবন?
- আর কইস না-প্রবাস না বল পরবাস জীবন
-কেন?
- ধুর।তুই যাস নি ত বুঝবি না।শালারা ইন্ডিয়া কইয়ে হাম্যাক গুলেক ভারত নিয়া গেল ত ভাল কথা।কি একখান কাজ দিল।যা করতে করতে মনে অধৈর্য লাগছে। কি কাজ?
-মাছ ধরা
- বাহ! আরামের কাজ পাইছস।তয় বিদেশী মাছ খুব বড়ফর্সা তাই না।
-হ এইডা কিন্তু খারাপ কইস নাই।আমার দেশের মাছের থাইক্যা বিদেশী মাছ অনেক বড় ভদ্র হয়।আর মাছ ধরা ত চুটকি কাজ।রিমুট সিষ্টেম বড়শি টিপ দিলে খ্যচত।পানি ত আয়নার মত পরিষকার।একদিন ভারতের ওপারে হুয়াংহু নদীত মাছ ধরছি।চীন ত ওখানে সেই ৪০ফুট পানির নিচ থেকে ফিচুন্সি মাছ ধরছিলাম।
-ওমা ঐডা কোন জাতের মাছ।
-হ ঐখানে ছোট মাছ ফিচুন্সি নিচিংতা ক্রংনীঅ বলীআ ত্রংটিংরি পণিষতা নুইংলা মাছ পাওয়া যায়।এছাড়া বড় মাছও আছে আমার দেশত টাকি মাছের মত একটা মাছ দেখছি।চীনেরা ঐটাক মুছিইয়াংধা নামে চেনে।এছাড়া টুতাং গলদ্যাং শিকসি পপ ম্রতিষি লনিচি ইতিশিং আরো কত মাছ দেখছি ধরছি হিসেব কি আছে।
-আচ্ছা ঐ যে কইলি৪০ফুট পানির নিছে মাছ দেখছিস কেমনে?
-র্দুবিন দিয়ে।
-দুবিন!
হ-বোকা চীনদেশ কি হামার দেশের মত গরিব।
------------------------------------------------------------
বিষয়শ্রেণী: কৌতুক
ব্লগটি ১০৮৮ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৭/০১/২০১৫

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast