www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

সাধ

কোথায় হারালো সেই সব সাধ,
হৃদয়ের কোমল গান্ধারে- সেই সব প্রেম-
জীবনের সায়া্হে বেলায় আবেগের বাধ;
বুঝি এমনি যায় ভেসে? তারপর শুধু তুমি-

একটি রাতে হয়ত আবার শ্রাবনের
ধারার মত-
আবিরত;
ঝরে যাব দিনান্তে।

গ্রহ থেকে গ্রহান্তে যে ধুমকেতু চলে যায়,
কি লাভ বল মনে রেখে ? আকাশের দিকে চেয়ে
অনন্ত প্রতিক্ষায় -
কী হ্য়?
ফিরে কিছু আসে কী স্মৃতির অতল গর্ভ হতে?
বেদনায় আর্ত হলে তোমার কি আসে যায়;-
কাদেঁ তো হৃদয়!
আকাশের যে নীল, বেদনার সাথে তার তফাত কোথায়!
আমারও তো এ জীবন ,
ঢেউয়ের মতন- নেচেছিল জোস্নায় ;
তারাদের সাথে ।

বেঘোর ঘুমের ঘোরে অচৈতণ্য করে;-
মহাকালে দিন শেষ-এ শুন্য হাতে রিক্ত আছি পড়ে।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ২২০ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১০/০৫/২০২০

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast