www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

কবিতা

১।"সকালের কবিতা"
.
অল্প আলোয় জেগে উঠেছে ছাদ
পূবের আকাশ এখনও অক্ষত
মেঘের শরীরে বকের ডানার রঙ
এই তো গুলিবিদ্ধ হওয়ার সঠিক সময়
সকাল অথবা ভোর বিষয়ক তর্ক এখানে অপ্রাসঙ্গিক
নূপুর ছাড়া নরম পায়ে ধীরে ধীরে নেমে গেছে সিঁড়ি
ঈষদুষ্ণ অন্ধকারে পায়ে পায়ে কথা দিয়েছিলে,
"সিঁড়ির চলার পথে দেখে নেব সমুদ্র - সীমানা"
আর তাই প্রশস্ত ছাদ সমুদ্র হয়েছিল
নিরিবিলি চোরাবালি
ডুবে যাবার অধিকারেই তোমাকে খুঁজেছিলাম
কথা না রাখার অভিশাপে সূর্যোদয় হলে
তাকে কি কখনও সুপ্রভাত বলা যায়!
.

২।"মৃতসঞ্জীবনী"
-চঞ্চল দেবনাথ
.
ভূমিকা বিহীন একমাঠ অন্ধকার
লোডশেডিং এর অজুহাতে দাঁড়িয়ে গেলো
দু'জনের মাঝে
সে রাতে দাঁত লেগে কেটে গেছে তোমার ঠোঁট
অন্ধকার হয়েছে রক্তিম
স্নানঘরে টিপটিপ জল
ভেজা তোয়ালেতে তোমার ছোঁয়াচে ঘাম
আমার বিশীর্ণ ঠোঁটে মৃতসঞ্জীবনী
এটুকুই ছিল কটেজের প্রথম রাতের গল্প
সমুদ্র অথবা মরুভূমি নিয়ে
আপাতত কোনো বিতর্কে যেতে চাই না
বলে রাখা ভালো :
ব্যক্তিগত মাথাব্যথায় প্যারাসিটামল অপেক্ষা
হাতের স্পর্শই বেশি প্রয়োজন
.

৩। "সেলফি"
-চঞ্চল দেবনাথ
.
আদিবাসী পল্লীর পেছন দিয়ে বয়ে গেছে নদী
মনে হচ্ছে শালবন আঁচল বিছিয়ে দাঁড়িয়ে রয়েছে
তুমি পরে আছো
হলুদ শাড়ি আর গোলাপি রঙের ব্লাউজ
মুদ্রিত মুখের ওপর পাখির ফেলে যাওয়া ছায়া
আর পাতার প্রলাপ ছাড়া
ওই ছিমছাম সেলফিতে তেমন কী-ই বা ছিল!
এসেছিলাম সমুদ্র দেখার উদ্যেশ্য নিয়ে
তুমি আপাতত আদিবাসী মেয়ে
ঢেউ তোলা কালো শরীরে রূপোলী চাঁদের আলো
চোখে চোলাই মদের নেশা
ভেবে চলেছি, আর কোনও সমুদ্র
এরচেয়ে বেশি শিহরণ জাগাতে পারে কি!
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৩১৬ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৯/১২/২০২০

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast