www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

আমার বান্ধবী

আমার বান্ধবী

একটা ছোট মেয়ে | হেসে খেলে বেড়ায় | হটাৎ একদিন সে দেখল যে কয়েকজন সশস্ত্র সৈনিক এসে তার বাবার ওষুধের দোকান দখল করে নিল | তারা বলল যে আজ থেকে এই দোকান সরকারের সম্পত্তি | তাদের পরিবার কে দিন কাটাতে হবে সরকারি ভাতার সাহায্যে | এক নিমেষে জীবনের সমস্ত পরিকল্পনা ধূলিস্যাৎ হয়ে গেল | রুশ-দেশে তখন "বিপ্লবের" ঝড় | উদয়স্ত খেটে যারা টাকা উপার্জন করেছে, তাদের টাকা-পয়সা, সম্পত্তি কেঁড়ে নেওয়া হচ্ছে | স্রেফ বড়লোক হওয়ার অপরাধে কাতারে-কাতারে মানুষকে গুলি করে, গাছের থেকে ঝুলিয়ে মেরে ফেলা হচ্ছে |
অগত্যা তারা চলে এল আমেরিকায় | মেয়েটা প্রচুর বই পরে | এক সময় লিখতেও শুরু করে | "Atlas Shrugged" মুক্তি পায় | লেখা হয় "Anthem" |
কয়েকটা ভীষণ কথা বলেছিল সে জীবনে | মানুষ নাকি "individual", গরু-ছাগলের পালের অংশ নয় | মানুষকে তার নিজের জীবনের দায়িত্ব নিজেকেই নিতে হয় | পুরুষ ও নারী সমান তো নয়ই, বরং মনস্তাত্ত্বিক দিক থেকে সম্পূর্ণ ভিন্ন, যদিও কেউ কারুর থেকেই ছোট নয় | সমাজের এগিয়ে চলার মূল "গণ" নয়, "individual" | মানুষের উচিত চলতি স্রোতে গা না ভাসিয়ে নিজেকে আবিষ্কার করা | জীবনের সবচেয়ে পবিত্র দুটি শব্দ হল "I" এবং "Ego" , কারণ মানুষ যা কিছু ভালো সৃষ্টি করে, নিজের জোরে সৃষ্টি করে | তার জন্য "গণ"-র কাছ থেকে শুধুই অপমান, লাঞ্ছনা ও প্রতিরোধ জোটে |
তুমি লিখেছিলে বলেই এখনও বিশ্বাস জাগে যে "One man can make a difference" | এই অন্ধকার সময়ে তোমার লেখাই আমার অনুপ্রেরণা |
বিষয়শ্রেণী: প্রবন্ধ
ব্লগটি ৩৬৫ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৮/০৩/২০১৯

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast