www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

পিচ্ছি

তুমি পিচ্ছি, তুমি ইঁদুর
কেন রেগে যাও বললে বাদুড় ?
তুমি দুষ্টু, তুমি চাঁদের বুড়ি
তোমায় দেব সুড়সুড়ি ।
তুমি ময়না, তুমি টিয়া
তুমি তেলহীন দিয়া ।
তুমি শীতের সকালের পিঠা,
তুমি মধুর মত মিঠা ।
তুমি টক, তুমি ঝাল
তুমি চড়াও ভেড়ার পাল ।
কেন মিছে কথা কও ?
তুমি রাখালের বউ !
তুমি কালো কাঁক,
বোঁচা তোমার নাক ।
যা খুশি বলবো তোমায়
যা খুশি ডাকবো,
যখন খুশি মারবো তোমায়
যখন খুশি আগলে রাখবো ।
তোমায় নিয়ে ঘুরতে যাব
কাকাতুয়া নদীর তীরে,
চিমটি কেটে পালাবো তোমায়
সাদা কাশফুলের ভিড়ে ।
কিনে দেবো তোমায় কাঁচের চুড়ি,
আর একটি লাল শাড়ি ।
কিনে দেব ফুলের চারা,
এনে দেব বর, দিতে তোমায় পাহারা ।
যখন খুশি হাঁসাব তোমায়
যখন খুশি কাঁদাব,
যখন খুশি নাচাব তোমায়
যখন খুশি ভাসাব ।
কাঁচের গোলাপে লুকিয়ে থাকা
আবেগ করো দূর ।
ভুলে যাও ডায়েরিতে লেখা
তোমার গানের সুর ।
পিচ্ছি, আবেগ দাও কবর,
নইলে করবো তোমার খবর ।
পিচ্ছি ভাল থেকো,
আর সবাইকে ভাল রেখো ।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৫১৭ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২১/০৬/২০১৯

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast